কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ মেলা প্রাঙ্গণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। এসময় আরো তিনজন আহত হন। বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মেলা প্রাঙ্গণে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
মহেশোখালী থানার ওসি প্রদ্বীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।






















