০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

শস্যচিত্রের ধান যাবে প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে, পাবেন কৃষকও

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেয়া ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’র সেই ধান কাটার উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার। ধান কাটার পর সেগুলোর একটি অংশ প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে দেয়া হবে। পাশাপাশি বাকি অংশ সেখাকার কৃষক ও বিভিন্ন কৃষকসংগঠনের মাঝে শুভেচ্ছাস্বরূপ বিতরণ করা হবে। এ বিষয়ে ‘শষ্যচিত্রে বঙ্গবন্ধু’ জাতীয় পরিষদের আহ্বায়ক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এই কাজ সফলভাবে সম্পন্ন করে আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এ অর্জন মাইলফলক হয়ে থাকবে। আমরা আগামী ২৬ এপ্রিল স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কাটবো। এরপর সেটা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং কৃষক ও কৃষকদের সংগঠনের মাধ্যমে বিতরণের পরিকল্পনা রয়েছে।’সেদিন স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কাটতে এবং একই সঙ্গে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া শস্যচিত্রে বঙ্গবন্ধু আয়োজনের ধান কাটতে বগুড়া যাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বাহাউদ্দিন নাছিম ধান কাটার উৎসবে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। ‘শষ্যচিত্রে বঙ্গবন্ধু’ জাতীয় পরিষদের উদ্যোগে শস্যচিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুটিয়ে তুলতে চলতি বছরের ২৯ জানুয়ারি বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামের জমিতে চীন থেকে আনা ডিপ ভায়োলেট রঙের হাইব্রিড ও দেশের ডিপ গ্রিন ধানের হাইব্রিড চারা রোপণ করা হয়। বালেন্দা গ্রামের ১০০ বিঘা ধান ক্ষেতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে গত ১৬ মার্চ। সর্ববৃহৎ শস্যচিত্র (লার্জেস্ট ক্রপ ফিল্ড মোজাইক) ক্যাটাগরিতে গিনেজ রেকর্ডসে জায়গা করে নিয়েছে এই প্রতিকৃতিটি। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নিয়েছে ‘শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদ’। এই আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় শিক্ষা সপ্তাহ’২৬ এ রাজারহাটে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও অধ্যক্ষ প্রধান শিক্ষক শ্রেণি শিক্ষক নির্বাচিত

শস্যচিত্রের ধান যাবে প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে, পাবেন কৃষকও

প্রকাশিত : ১২:০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেয়া ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’র সেই ধান কাটার উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার। ধান কাটার পর সেগুলোর একটি অংশ প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে দেয়া হবে। পাশাপাশি বাকি অংশ সেখাকার কৃষক ও বিভিন্ন কৃষকসংগঠনের মাঝে শুভেচ্ছাস্বরূপ বিতরণ করা হবে। এ বিষয়ে ‘শষ্যচিত্রে বঙ্গবন্ধু’ জাতীয় পরিষদের আহ্বায়ক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এই কাজ সফলভাবে সম্পন্ন করে আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এ অর্জন মাইলফলক হয়ে থাকবে। আমরা আগামী ২৬ এপ্রিল স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কাটবো। এরপর সেটা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং কৃষক ও কৃষকদের সংগঠনের মাধ্যমে বিতরণের পরিকল্পনা রয়েছে।’সেদিন স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কাটতে এবং একই সঙ্গে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া শস্যচিত্রে বঙ্গবন্ধু আয়োজনের ধান কাটতে বগুড়া যাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বাহাউদ্দিন নাছিম ধান কাটার উৎসবে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। ‘শষ্যচিত্রে বঙ্গবন্ধু’ জাতীয় পরিষদের উদ্যোগে শস্যচিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুটিয়ে তুলতে চলতি বছরের ২৯ জানুয়ারি বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামের জমিতে চীন থেকে আনা ডিপ ভায়োলেট রঙের হাইব্রিড ও দেশের ডিপ গ্রিন ধানের হাইব্রিড চারা রোপণ করা হয়। বালেন্দা গ্রামের ১০০ বিঘা ধান ক্ষেতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে গত ১৬ মার্চ। সর্ববৃহৎ শস্যচিত্র (লার্জেস্ট ক্রপ ফিল্ড মোজাইক) ক্যাটাগরিতে গিনেজ রেকর্ডসে জায়গা করে নিয়েছে এই প্রতিকৃতিটি। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নিয়েছে ‘শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদ’। এই আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার।