গোপালগঞ্জে পিকআপভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে অবসরপ্রাপ্ত এক বিডিআর সদস্য নিহত হয়েছেন। তার নাম আব্দুল মান্নান মোল্যা (৫৫)। শনিবার সকালে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান মোল্যার বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার জোরসিং গ্রামে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আব্দুল মান্নান মোটরসাইকেলে করে খুলনা থেকে ঢাকা যাচ্ছিলেন। এসময় সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া পৌঁছানো পর তিনি নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানের পেছনে সাজোড়ে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, মরদেহ নিহতের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।























