রাজশাহীর তানোরে বিস্ফোরকসহ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে র্যাব-৫ সদস্যরা। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৫ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান, নাশকতার জন্য রাজশাহীর তানোরে জেএমবি সদস্যরা আস্তানা গড়ার চেষ্টা করছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরকসহ তাদের আটক করা হয়। আটকদের র্যাব-৫ এর সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।























