প্রিয়া প্রকাশ ভারিয়ার। মার্চে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত প্রথম মালায়ালাম সিনেমা ‘ওরু আদার লাভ’। তার আগেই কাজল নয়না এ অভিনেত্রীর চোখের ইশারা আর হাসির জাদুতে মুগ্ধ হয়েছেন দর্শক। সিনেমাটির একটি ভিডিও ক্লিপের কল্যাণে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামসহ সবখানেই এখন ভাইরাল ১৮ বছর বয়সি এ অভিনেত্রী।
প্রিয়ার দু’চোখের ইশারার কুপোকাত অনেকেই। তার দু’চোখের হাল্কা ইশারা প্রেমের অনেক ঘটনাই দর্শকদের মনে করিয়ে দিয়েছে। এবার তাকে নিয়ে হতাশা প্রকাশ করলেন ঋষি কাপুর।
প্রিয়াকে নিয়ে টুইটারে নিজের মতামত প্রকাশ করেছেন ঋষি। আর সেখানেই উঠে এসেছে তার হতাশা। ঋষি লিখেছেন, ‘আচ্ছা, আমার সময়ে তুমি এলে না কেন?’ হয়তো মজা করেই ঋষি এই হতাশা প্রকাশ করেছেন!
তবে খোলা মনে প্রিয়ার প্রশংসাও করেছেন ঋষি। তিনি টুইট করেন, ‘আমি প্রেডিক্ট করছি, এই প্রিয়া বড় তারকা হবে। ওর এত এক্সপ্রেশন অথচ এমন সারল্য। প্রিয়া তুমি তোমার সমসাময়িক সব অভিনেত্রীকে ছাপিয়ে যাবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’ এর পরই মজা করে তিনি হতাশা প্রকাশ করেছন, ‘আচ্ছা, আমার সময়ে তুমি এলে না কেন?’ সূত্র: আনন্দবাজার


























