রোজিনার বুকে চাপ
——————————
পূর্ণ পাত্র
হঠাৎ টেলিভিশনের পর্দায় দেখলাম
আমার মেয়েকে কে যেনো
বুকে চেপে ধরেছে।
আমি না… না… ব’লে
চিৎকার ক’রে উঠলাম।
ঘোর কাটলো।
দেখলাম সংবাদ লেখক রোজিনা।
রোজিনার বুকের ওপর
একটি হাতের চাপ,
পাশে কিছু লোকের
ভাড়ি গলার হাঁকডাক।
ওকে আমি চিনি।
কারন ও সোনাকে সোনা না ব’লে
জহুরী সেজেছিলো স্বর্ণপদক যাচাইয়ে।
একের অধিক গুন কি
সকলকে মানায়?
সবাই কি আর রবীন্দ্রনাথ হয়?
তয় তয় হইলো কি?
একটা তদন্ত কমিটি?
উকুন বাছতে সিদ্ধহস্ত কে?
সে যদি ভাবে মাথায়
উকুন আছে, থাক-
বাঁচতে গেলে
লোকে দেখবে যে!!
তার চেয়ে চুলের নীচের পোকা-
রাষ্ট্রীয় ধোকায় চেপে থাক।
তবে এ ব্যপারে বিবৃতি একটা যাক।
রাজবয়ান —
ঢং… ঢ… ঢং…
মন্ত্রী তোতারা সব বলো!
শোরগোল বন্ধ করো।
মিডিয়া বান্ধব আমরা,
একটু অাধটু আমলাদের ধমক,
বুকের চাপের চমক
রোজ কি আর তা হয়?
হাসি মুখে চা সিঙ্গারাও তো দেয়া হয়।
সচিবালয়ে সাংবাদিকদের
যত্নআত্তি কি কম হয়?
আর কত?
মরলে লাখ-
অসুস্থ হলে লাইফ সাপোর্টে লাখে… লাখ।
এখন থেকে আঁ চ ড় ব্যথা বেদনার মলমও দিয়ে দেবো।
শুধু একটু সামাল দিয়ে চলো।
ভালো যদি থাকতে চাও
অনুসন্ধান বাদ দাও
শুধু অনুলিপি লিখে যাও।
ঢং…. ঢং….. ঢং….
বয়ান শুনলে তো রোজিনা?
তুমিও কি কম যাও!!
জার্নালিস্টদের এথিকস কিছু বোঝোনা,
কোথায় কার ক’টা বাড়ি,
মন্ত্রীপুত্র নাতি- এত ঘাটাঘাটি,
নথিপত্র বেগম পাড়া,
মানোনা কোনো নিয়মধারা-
আরে সাংবাদিক মেয়ে
সংবাদ পেতে
একটা দরখাস্ত তো করা চাই।
সচিবালয় ব’লে কথা!
স চি ব আ ল য় ব’লে কথা।
তোমায় আশীর্বাদ করি মা
বুকে চাপ আর খামচিতে
খ্যন্ত হবে না।
একেবারে না!
বিজনেস বাংলাদেশ/বিএইচ