নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় আলফাজ উদ্দীন তালুকদার (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক আমির হোসেনকে (৪০) আটক ও ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।শনিবার (৫ জুন) সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত আলফাজ উদ্দীন তালুকদার চাঁদপুরের উত্তর বালিয়া গ্রামের ফজলুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে ঢাকায় ফেরার পথে একটি অজ্ঞাত নামা পিক-আপ হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেলটি (ঢাকা-মেট্রো-ট ২২-৮৬৯৩) পিক-আপের পেছনে ধাক্কা লেগে পরে। পরে পেছনে থাকা দ্রুত গামী ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৮৬৯৩) চাপা দিলে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহী মারা যান। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছে।