পাঁচ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। শনিবার দুপুরে ভারত, নেপাল ও ভুটান থেকে ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য দেশে প্রবেশ করেছে। তবে গাড়ি জটিলতায় আসেনি পাথর।
পঞ্চগড়ের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বলেন, ৪ জুন (শুক্রবার) বন্দরটি খোলার কথা থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ ছিল। দুপুর থেকে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। গাড়ি টেন্ডার করা হয়নি বিধায় আজ পাথর আমদানি করা যাবে না। রোববার থেকে পুরোদমে আমদানি-রফতানি কার্যক্রম চলবে।দেশে করোনার ভারতীয় ধরন ও ব্ল্যাক ফাঙ্গাসের প্রবেশ ঠেকাতে স্থানীয়দের চাপে গত ৩১ মে থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয়।