১০:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

গোবর রাখাকে কেন্দ্র করে কৃষক খুন

শেরপুরে বাড়ীর সীমানা বিরোধ নিয়ে নাজিরুল ইসলাম বদন নামে এক কৃষক খুন হয়েছে। বদন শেরপুর সদর উপজেলার হাওড়া নিজ গ্রামের মৃত চিনু শেখের ছেলে। আহত হয়েছে আরো দুইজন। এদিকে এ ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, নিহত নাজিরুল ইসলাম বদনদের সাথে প্রতিবেশি জমশেদ আলী গং দের সাথে বাড়ীর সীমানা নিয়ে ঝগড়া চলে আসতেছিল । এরই জের ধরে শুক্রবার ১১ জুন সকাল সোয়া আটটার দিকে গরুর গোবর (মল) রাখাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে মারা শুরু হলে বদন ও তার ছেলে গুরুতর আহত হয়।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়ে আসার পথে বদন মারা যায়। ছেলে মোশারফ ও জোসনা নামে দুইজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকার্ত মুনসুর আহমদ জানায়।

ট্যাগ :

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোবর রাখাকে কেন্দ্র করে কৃষক খুন

প্রকাশিত : ১২:৩৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১

শেরপুরে বাড়ীর সীমানা বিরোধ নিয়ে নাজিরুল ইসলাম বদন নামে এক কৃষক খুন হয়েছে। বদন শেরপুর সদর উপজেলার হাওড়া নিজ গ্রামের মৃত চিনু শেখের ছেলে। আহত হয়েছে আরো দুইজন। এদিকে এ ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, নিহত নাজিরুল ইসলাম বদনদের সাথে প্রতিবেশি জমশেদ আলী গং দের সাথে বাড়ীর সীমানা নিয়ে ঝগড়া চলে আসতেছিল । এরই জের ধরে শুক্রবার ১১ জুন সকাল সোয়া আটটার দিকে গরুর গোবর (মল) রাখাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে মারা শুরু হলে বদন ও তার ছেলে গুরুতর আহত হয়।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়ে আসার পথে বদন মারা যায়। ছেলে মোশারফ ও জোসনা নামে দুইজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকার্ত মুনসুর আহমদ জানায়।