১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রীর স্বপ্নের ঠিকানার চাবি পাবে নেত্রকোণার ৯২৫ পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নেত্রকোণার হাওর এলাকাসহ ১০ উপজেলায় স্বপ্নের ঠিকানা জমি সহ সেমি পাকা ঘরের চাবি পাচ্ছেন ৯২৫ ছিন্নমূল অসহায় পরিবার । শনিবার সকালে নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব ঘর হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান । জেলা প্রশাসক বলেন, ‘আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের মতো নেত্রকোণাতেও এসব ঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর এসব ঘর গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে হস্তান্তর করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে হাওর অধ্যুষিত মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী সহ ১০ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বরাদ্দকৃতদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘর বুঝিয়ে দিতে প্রস্তুত রয়েছে উপজেলা প্রশাসন। গৃহহীন, ছিন্নমূল, অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণ প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা এবং আয় বাড়ে এমন কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ এসব উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিটি পরিবারকে একটি সেমি পাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।
প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। এই প্রকল্পের আওতায় ঘর প্রতি দুটি কক্ষ,একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে। রয়েছে পয়ঃনিষ্কাশন ও বিদ্যুতের ব্যবস্থাও। সরকারের এই প্রকল্পে জমি সহ একেকটি ঘর যেন একেকজন গৃহহীন মানুষের বাস্তবে পরিণত হওয়া স্বপ্ন। গৃহহীনরা পাকা দালান পাবে, এটি তারা কখনো কল্পনাও করেনি। এমতাবস্থায় ঘর পাওয়ার আনন্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। নেত্রকোণা জেলার ১০ উপজেলায় দ্বিতীয় ধাপে জেলার ১০ উপজেলায় নির্মিত হচ্ছে ৯২৫টি ঘর। এর মধ্যে দুর্গাপুরে ৩৫টি, জেলা সদরে ৪৪টি, বারহাট্টায় ২৫টি, কলমাকান্দায় ৫০টি, আটপাড়ায় ৫০টি, কেন্দুয়ায় ৫৬টি, মোহনগঞ্জে ৭৫টি, মদনে ৮০টি, খালিয়াজুরীতে ৪০০টি ও পূর্বধলায় ২০টি। ওই সমস্ত ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। ওই সমস্ত ঘর নির্মাণ কাজ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের তদারকিতে নির্মিত হচ্ছে। এরই মধ্যে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জেলার বিভিন্ন উপজেলায় নির্মানাধীণ ঘর পরিদর্শণ করেছেন।
এদিকে ঘর বরাদ্দের খবরে বেশ আনন্দেই দিন কাটছে সহায় সম্বলহীন দরিদ্র মানুষের। অন্যের বাড়িতে জন্ম নিয়ে অন্যের বাড়িতেই বেড়ে উঠা এ সকল মানুষগুলো স্বপ্ন দেখতে শুরু করেছেন মুক্ত হাওয়ায় একটু সুন্দর স্বাধীনভাবে বেঁচে থাকার। জেলার গৃহহীন ৯২৫টি পরিবারের স্বপ্ন এবার সত্যি হওয়ার পথে। এভাবেই একে একে পূর্ণ হবে সকল গৃহহীন মানুষের স্বপ্ন,আস্তে আস্তে ঘুচে যাবে দুঃখ-দুর্দশা,এমনটাই প্রত্যাশা এলাকার সর্বস্তরের মানুষের।
প্রেস ব্রিফিংয়ে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর স্বপ্নের ঠিকানার চাবি পাবে নেত্রকোণার ৯২৫ পরিবার

প্রকাশিত : ১২:০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নেত্রকোণার হাওর এলাকাসহ ১০ উপজেলায় স্বপ্নের ঠিকানা জমি সহ সেমি পাকা ঘরের চাবি পাচ্ছেন ৯২৫ ছিন্নমূল অসহায় পরিবার । শনিবার সকালে নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব ঘর হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান । জেলা প্রশাসক বলেন, ‘আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের মতো নেত্রকোণাতেও এসব ঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর এসব ঘর গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে হস্তান্তর করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে হাওর অধ্যুষিত মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী সহ ১০ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বরাদ্দকৃতদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘর বুঝিয়ে দিতে প্রস্তুত রয়েছে উপজেলা প্রশাসন। গৃহহীন, ছিন্নমূল, অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণ প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা এবং আয় বাড়ে এমন কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ এসব উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিটি পরিবারকে একটি সেমি পাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।
প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। এই প্রকল্পের আওতায় ঘর প্রতি দুটি কক্ষ,একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে। রয়েছে পয়ঃনিষ্কাশন ও বিদ্যুতের ব্যবস্থাও। সরকারের এই প্রকল্পে জমি সহ একেকটি ঘর যেন একেকজন গৃহহীন মানুষের বাস্তবে পরিণত হওয়া স্বপ্ন। গৃহহীনরা পাকা দালান পাবে, এটি তারা কখনো কল্পনাও করেনি। এমতাবস্থায় ঘর পাওয়ার আনন্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। নেত্রকোণা জেলার ১০ উপজেলায় দ্বিতীয় ধাপে জেলার ১০ উপজেলায় নির্মিত হচ্ছে ৯২৫টি ঘর। এর মধ্যে দুর্গাপুরে ৩৫টি, জেলা সদরে ৪৪টি, বারহাট্টায় ২৫টি, কলমাকান্দায় ৫০টি, আটপাড়ায় ৫০টি, কেন্দুয়ায় ৫৬টি, মোহনগঞ্জে ৭৫টি, মদনে ৮০টি, খালিয়াজুরীতে ৪০০টি ও পূর্বধলায় ২০টি। ওই সমস্ত ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। ওই সমস্ত ঘর নির্মাণ কাজ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের তদারকিতে নির্মিত হচ্ছে। এরই মধ্যে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জেলার বিভিন্ন উপজেলায় নির্মানাধীণ ঘর পরিদর্শণ করেছেন।
এদিকে ঘর বরাদ্দের খবরে বেশ আনন্দেই দিন কাটছে সহায় সম্বলহীন দরিদ্র মানুষের। অন্যের বাড়িতে জন্ম নিয়ে অন্যের বাড়িতেই বেড়ে উঠা এ সকল মানুষগুলো স্বপ্ন দেখতে শুরু করেছেন মুক্ত হাওয়ায় একটু সুন্দর স্বাধীনভাবে বেঁচে থাকার। জেলার গৃহহীন ৯২৫টি পরিবারের স্বপ্ন এবার সত্যি হওয়ার পথে। এভাবেই একে একে পূর্ণ হবে সকল গৃহহীন মানুষের স্বপ্ন,আস্তে আস্তে ঘুচে যাবে দুঃখ-দুর্দশা,এমনটাই প্রত্যাশা এলাকার সর্বস্তরের মানুষের।
প্রেস ব্রিফিংয়ে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।