২০২২ ফুটবল বিশ্বকাপ থেকে দুই হাজার কোটি ডলার আয় করতে চায় কাতার। টাকার এই অংক ২০১৯ সালে দেশটির মোট দেশজ উৎপাদনের ১১ শতাংশ। ব্লুমবার্গের প্রতিবেদন। বিশ্বকাপটির অর্থনৈতিক অবদান নিয়ে একটি সমীক্ষা চালানোর পর শীর্ষস্থানীয় কর্মকর্তা হাসান আল থাওয়াদি ব্লুমবার্গকে বলেন, আমরা আশা করছি ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আমাদের অর্থনীতিতে ২ হাজার কোটি ডলার যোগ করবে। তবে তিনি জানান, এখনও ওই বিশ্বকাপের অর্থনৈতিক সমীক্ষার খুঁটিনাটি প্রকাশ করা হয়নি। আগামী নভেম্বর বা ডিসেম্বর নাগাদ বিশ্বকাপে কাতারে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাবের খুঁটিনাটি প্রকাশ করা হবে। আল থাওয়াদি বলেন, বিশ্বকাপ থেকে কাতারের নির্মাণ ও পর্যটন খাত সবচেয়ে বেশি লাভবান হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিশ্বকাপকে সামনে রেখে গত কয়েক বছর ধরেই কাতারে বিশাল নির্মাণ কাজ চলছে। করোনাভাইরাস মহামারি শেষে আগামী বছর দর্শকপূর্ণ স্টেডিয়ামে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ থেকে ২ হাজার কোটি ডলার আয় করতে চায় কাতার
-
আন্তর্জাতিক ডেস্ক - প্রকাশিত : ১২:০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- 53
ট্যাগ :
জনপ্রিয়




















