পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের উদ্যোগে গৃহহীন জনগণকে ঘর প্রদান জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এক অবিস্মরণীয় পদক্ষেপ। তিনি বলেন, এযাবৎ অনেক সরকার এসেছে, কোনো সরকার প্রধান এত বিপুল পরিমাণ গৃহহীনকে ঘর নির্মাণ করে দেয়ার কথা চিন্তাও করেনি। জাতির পিতার কন্যা সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে প্রমাণ করেছেন, ‘যতদিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।’রোববার মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার ১৮৫টি গৃহহীন পরিবারের মাঝে চাবি ও দলিল প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনুষ্ঠানে ভার্চুয়ালি তিনি যুক্ত হন। পরিবেশমন্ত্রী উপস্থিত উপকারভোগীদের উদ্দেশে বলেন, সবাই মিলে একতাবদ্ধ হয়ে সমবায় সমিতি তৈরি করতে হবে। পরস্পরের সহযোগিতায় নিজেদের জীবনমান উন্নয়নে কাজ করতে মন্ত্রী আহ্বান জানান। উপকারভোগীদের সার্বিক আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, সামাজিক উন্নয়নের জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় তাদের পাশে আছেন। তাই নির্ভয়ে পরিবার-পরিজন নিয়ে এখানে বাস করে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ভার্চুয়ালি ৫৩ হাজার ৩৪০টি পরিবারের মাঝে ঘরের চাবি ও জমি দেয়ার কার্যক্রম উদ্বোধন করেন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ২য় পর্যায়ে ১৫০টি গৃহহীনের মধ্যে ১০৫টি এবং জুড়ী উপজেলায় ১৬৯ জন গৃহহীনের মধ্যে ৮০ জনকে ঘর বুঝিয়ে দেয়া হয়।
১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
গৃহহীনদের ঘর প্রদান শেখ হাসিনার অবিস্মরণীয় পদক্ষেপ
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- 49
ট্যাগ :
জনপ্রিয়




















