কক্সবাজারের উখিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিছে ৭০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ৫নং পালংখালী ইউপির নলবুনিয় গ্রামের মো. আব্দুস সালামের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা ইয়াবার বর্তমান মূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। এসময় কাউকে আটক করা যায়নি। বিজিবি জানায়, কুখ্যাত ইয়াবা ও অস্ত্র ব্যবসায়ী মো. লুৎফর রহমান (৩৬) এবং মো. আব্দুস সালাম (৫৫) নামে দুজনকে পালাতক দেখিয়ে উখিয়া থানায় মামলা করে বিজিবি। এসময় উদ্ধার করা ইয়াবা থানায় হস্তান্তর করা হয়। বিজিবি জানায়, প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনাভাইরাসের মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি ২০২১ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ৬৩ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা মূল্যের ২১ লাখ ১১ হাজার ৬৬৫ পিস বার্মিজ ইয়াবাসহ ১৩৫ জনকে আটক করে।
০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযানে ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- 53
ট্যাগ :
জনপ্রিয়




















