রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করার সময় বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। শনিবার সকালে তাদেরকে আটক করে পল্টন থানায় নেয়া হয়েছে।
বিএনপির আজকের কালো পতাকা কর্মসূচিকে কেন্দ্র করে কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টা থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুর করেন।
পল্টন থানার ওসি (অপারেশন) আবু সিদ্দিক বলেন, মিছিল থেকে ১১ নেতাকর্মীকে আটক করে থানায় আনা হয়েছে।
























