নতুন রাষ্ট্র হিসেবে জাতিসংঘসহ সব আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ইউরোপের রাষ্ট্র কসোভো। দেশটিতে অনাবাসী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পাওয়া মোশাররফ হোসেন ভুঁইয়া সে দেশের রাষ্ট্রপতি ড. ভিয়োসা ওসমানি সাদ্রিয়ঁ’র কাছে পরিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রপতি এই আহ্বান জানান। বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শুক্রবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় রাষ্ট্রদূত স্বাধীনতার জন্য কসোভো ও বাংলাদেশের মুক্তিকামী মানুষের একই রকমের ত্যাগ স্বীকার ও মুক্তি সংগ্রামের বিষয় উল্লেখ করেন। কসোভোর প্রতি বাংলাদেশের সমর্থনের আশ্বাস জানিয়ে তিনি বলেন, কসোভোর পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সব সময়ই প্রস্তুত আছে। এ ছাড়া বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত ও অভূতপূর্ব সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়েও রাষ্ট্রদূত কসোভোর রাষ্ট্রপতিকে অবহিত করেন। পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত কসোভোর রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন। রাষ্ট্রপতি রাষ্ট্রদূতকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও ফলপ্রসূ ও মজবুত করা সম্ভব। এ ছাড়া করোনা মহামারি প্রতিরোধ ও ভ্যাকসিন সমস্যা, বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন সম্ভাবনা, দ্বৈত কর পরিহার চুক্তি সম্পাদন, কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ, দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও ফলপ্রসূ সংযোগ ইত্যাদি বিষয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন। বৈঠক শেষে কসোভোর রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।
০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
বাণিজ্যসহ নানা খাতে বাংলাদেশের সহযোগিতা চায় কসোভো
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- 53
ট্যাগ :
জনপ্রিয়




















