দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পরও তিনি করোনায় আক্রান্ত হলেন। শুক্রবার দুপুরে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএ) সুদীপ দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এমপি আবু জাহির শনিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে যোগ দেওয়ার আগে বৃহস্পতিবার নমুনা দিয়েছিলেন। শুক্রবার তিনি করোনা পজিটিভ হয়েছেন বলে সংসদ থেকে জানানো হয়েছে। বর্তমানে আবু জাহির এমপি ঢাকার ন্যাম ভবনের বাসায় আইসোলেশনে রয়েছেন। আবু জাহির গত বছরের ২৫ অক্টোবর প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে সময়ে তিনি ঢাকার সম্মিলিত সামারিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিনের প্রথম ডোজ ও এরপর নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছিলেন।
০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
দুই ডোজ নিয়েও দ্বিতীয়বার পজিটিভ হবিগঞ্জের এমপি
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- 91
ট্যাগ :
জনপ্রিয়




















