বাংলাদেশে মডার্নার ২৫ লাখ টিকা দেওয়ার বিষয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, টিকার এই অনুদান দেয়া শুরু হলো মাত্র। আমরা আমাদের উদ্বৃত্ত সরবরাহগুলো প্রদান করা অব্যাহত রাখবো। শনিবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আমেরিকান জনগণের পক্ষ থেকে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশে আসা উপহার ২ দশমিক ৫ মিলিয়ন বা ২৫ লাখ ডোজ মডার্নার কোভিড-১৯ টিকা সাদরে গ্রহণ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। এই টিকাগুলো কোভিড-১৯ টিকার ন্যায়সঙ্গত বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্টের মাধ্যমে দুটি বিমানযোগে যুক্তরাষ্ট্র থেকে গতকাল শুক্রবার রাতে ও আজ শনিবার সকালে দেশে এসে পৌঁছেছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া রাষ্ট্রদূত মিলারের সঙ্গে মিলে ২ জুলাই রাতে বিমানযোগে বাংলাদেশে আসা যুক্তরাষ্ট্রের অনুদান করা টিকার প্রথম সরবরাহকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রেসিডেন্ট বাইডেন টিকার বৈশ্বিক চাহিদা পূরণে সহায়তার লক্ষ্যে ৮০ মিলিয়ন ডোজ টিকা অনুদান দেওয়ার ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র বিশ্বের মানুষের জীবন রক্ষা, মহামারির অবসান ও বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করার লক্ষ্যে জি-৭ অংশীদাররা, ইইউ, কোভ্যাক্স ও অন্যদের সঙ্গে মিলে বহুপাক্ষিকভাবে কাজ করছে। যুক্তরাষ্ট্র টিকার বৈশ্বিক জোটকে (গাভি) পরিকল্পিত ৪ বিলিয়ন ডলার অনুদানের মধ্যে প্রাথমিকভাবে ২ বিলিয়ন ডলার অনুদান দিয়েছে। যাতে করে গাভি বিশ্বব্যাপী কোভিড-১৯ টিকা পৌঁছে দিতে কর্মরত কোভ্যাক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্টকে প্রয়োজনীয় সহায়তা করতে পারে। আর এই অনুদান বিশ্বব্যাপী ন্যায়সঙ্গতভাবে টিকা বিতরণ ও প্রবেশাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বৃহত্তম দাতা দেশে পরিণত করেছে।
১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
টিকার এই অনুদান শুরু মাত্র: মার্কিন রাষ্ট্রদূত
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- 92
ট্যাগ :
জনপ্রিয়




















