নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি কবরস্থানে পলিথিন মোড়ানো ছয়টি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। স্থানটা বর্তমানে ঘিরে রেখেছে পুলিশ। সেগুলো উদ্ধারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে।
উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোপিন্দী বড় বিনাইরচর কবরস্থানে বোমাসদৃশ বস্তুগুলো পাওয়া গেছে। কবরস্থানের খাদেম চান শরীফ বলেন, শুক্রবার সকালে তিনি কবরস্থান পরিষ্কার করতে যান। এ সময় একটি কবরের পাশে ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো কালো কিছু বস্তু দেখতে পান। বস্তুগুলো বোমা হতে পারে, এমন সন্দেহ হওয়ায় তিনি স্থানীয় লোকজনকে ডেকে এনে দেখান।
পরে ওই ব্যক্তিদের মাধ্যমে খবর পায় আড়াইহাজার থানা-পুলিশ। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন থানার পরিদর্শক (তদন্ত) আনিচুর রহমান মোল্লা। তিনি বলেন, বস্তুগুলো কালো স্কচটেপে মোড়ানো রয়েছে। এগুলো ককটেল হতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে।
বেলা সাড়ে তিনটায় নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেবল নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যরা স্থানটিকে ঘিরে রেখেছেন। বোমা নিষ্ক্রিয়করণ দল ইতিমধ্যে ঢাকা থেকে রওনা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ