১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

হঠাৎ ভেঙে পরল ব্রিজ, দুর্ভোগে ৫০ হাজার মানুষ

দিনাজপুরের বীরগঞ্জে ৫০ বছর আগের তৈরি কুড়ি টাকিয়া ব্রিজ ভেঙে পড়েছে। এতে ২৫/৩০ গ্রামের ৫০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। ব্রিজটি পুরাতন হওয়ায় বৃষ্টির সময় ভেঙে পড়ে। এতে ওই ইউনিয়নর সঙ্গে সব ধরণের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা মো. মোস্তফা জানান, সামান্য বৃষ্টিতে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভাতগাঁও ব্রিজ মোড় হতে সনকা বাজার যাওয়ার রাস্তার কুড়ি টাকিয়া ব্রিজ ভেঙে পড়ে। ঘটনার পর থেকে সড়কটিতে চলাচল বন্ধ হয়ে গেছে।

পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম জানান, কুড়ি টাকিয়া ব্রিজটির বয়স ৫০ বছরেরও বেশী হতে পারে। সকালে বৃষ্টি শুরু হলে হঠাৎ করে ব্রিজটি ভেঙে পড়ে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার সকালে স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ভেঙে পড়া ব্রিজটি পরির্দশন করেছেন। এ সময় তিনি ২৪ ঘণ্টার মধ্যে মানুষ চলাচলের জন্য বিকল্প হিসাবে কাঠের ব্রিজ নির্মাণ কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি আগামী মাসের মধ্যে স্লুইজ গেটের আদলে একটি রেগুলেটর নির্মাণ কাজ শুরুর আশ্বাস দিয়েছেন।

উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ জানান, ভেঙে পড়া ব্রিজটি স্বাধীনতার পূর্বে নির্মিত এবং ঝুকিপূর্ণ ছিল। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সেখানে ৩ কোটি টাকা ব্যয়ে স্লুইজ গেটের আদলে একটি রেগুলেটর নির্মাণের দরপত্র আগামী মাসে আহ্বান করা হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের জানান, যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে আমরা সেখানে দ্রুত একটি কাঠের সাঁকো নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল বুধবার থেকেই কাঠের ব্রিজের কাজ শুরু হতে পারে।

ট্যাগ :

বিএফআইইউ প্রধানের ‘ভিডিও ফাঁস’ বিশেষজ্ঞদের দাবি এআই দারা নির্মিত ষড়যন্ত্র

হঠাৎ ভেঙে পরল ব্রিজ, দুর্ভোগে ৫০ হাজার মানুষ

প্রকাশিত : ১২:০০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১

দিনাজপুরের বীরগঞ্জে ৫০ বছর আগের তৈরি কুড়ি টাকিয়া ব্রিজ ভেঙে পড়েছে। এতে ২৫/৩০ গ্রামের ৫০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। ব্রিজটি পুরাতন হওয়ায় বৃষ্টির সময় ভেঙে পড়ে। এতে ওই ইউনিয়নর সঙ্গে সব ধরণের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা মো. মোস্তফা জানান, সামান্য বৃষ্টিতে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভাতগাঁও ব্রিজ মোড় হতে সনকা বাজার যাওয়ার রাস্তার কুড়ি টাকিয়া ব্রিজ ভেঙে পড়ে। ঘটনার পর থেকে সড়কটিতে চলাচল বন্ধ হয়ে গেছে।

পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম জানান, কুড়ি টাকিয়া ব্রিজটির বয়স ৫০ বছরেরও বেশী হতে পারে। সকালে বৃষ্টি শুরু হলে হঠাৎ করে ব্রিজটি ভেঙে পড়ে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার সকালে স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ভেঙে পড়া ব্রিজটি পরির্দশন করেছেন। এ সময় তিনি ২৪ ঘণ্টার মধ্যে মানুষ চলাচলের জন্য বিকল্প হিসাবে কাঠের ব্রিজ নির্মাণ কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি আগামী মাসের মধ্যে স্লুইজ গেটের আদলে একটি রেগুলেটর নির্মাণ কাজ শুরুর আশ্বাস দিয়েছেন।

উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ জানান, ভেঙে পড়া ব্রিজটি স্বাধীনতার পূর্বে নির্মিত এবং ঝুকিপূর্ণ ছিল। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সেখানে ৩ কোটি টাকা ব্যয়ে স্লুইজ গেটের আদলে একটি রেগুলেটর নির্মাণের দরপত্র আগামী মাসে আহ্বান করা হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের জানান, যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে আমরা সেখানে দ্রুত একটি কাঠের সাঁকো নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল বুধবার থেকেই কাঠের ব্রিজের কাজ শুরু হতে পারে।