১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

স্বপ্ন পূরণের পথে মাদারগঞ্জ-সারিয়াকান্দিবাসির

শত বছরের স্বপ্ন পূরণের পথে মাদারগঞ্জ-সারিয়াকান্দির জন মানুষের । ভূগৌলিক দিক থেকে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মাঝখানে বয়ে চলেছে বৃহত্তর যমুনা নদী । এপারে মাদারগঞ্জ ঘাট ও ওপারে সারিয়াকান্দি । যুগ যুগ ধরে পূর্ব ও পশ্চিম অঞ্চল মানুষের বন্ধন আত্মার । সারিয়াকান্দি উপজেলার ৪ টি ইউনিয়ন নদীর পূর্ব পাড়ে হওয়ায় প্রতিদিন তাদের অফিসিয়াল ও ব্যবসায়ীক কাজে নদী পার হতে হয় । ছোট ছোট নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই পারাপার হয় এই দুই অঞ্চলের মানুষ ।

তাই এই দুই অঞ্চলের মানুষের কথা চিন্তা করে মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌ রুটে ফেরি চলাচল করার পরিকল্পনা করছে সরকার । সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ আগস্ট এই নৌ ফেরির উদ্বোধন করার কথা রয়েছে ।

এ দিকে জামথল গ্রামের ষাটর্ধ আফতাব উদ্দিন বলেন, আমি দীর্ঘ চল্লিশ বছর ধরে মরিচ, পেঁয়াজ, ধান, গমের ব্যবসা করি তাই আমাকে এগুলো মালামাল নৌকায় বহন করে এপার থেকে ওপারে নিয়ে যেতে হয় । বর্ষাকালে নদীতে এসব মালামাল বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়, অনেক সময় নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটে । তাই নৌ ফেরির চালু হলে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে । আমাদের কোন চিন্তা থাকবেনা ।

জামথল গ্রামের পারভীন আক্তার বলেন আমার বিয়ে হয়েছে সারিয়াকান্দি তাই আমাকে শশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসতে হয়। তাই ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনেক ভয়ে থাকি নদীতে একটু বাতাস হলেই বাচ্চারা কান্নাকাটি করে । এখানে ফেরি চলাচল শুরু হলে এই দুই অঞ্চলের মানুষের খুব উপকার হবে । যাতায়াত নির্বিঘ্ন হবে এবং সময় ও খরচ দুটোই কম লাগবে।
অপরদিকে কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, রাশেদ মোশারফ জানিয়েছেন মাদারগঞ্জ সারিয়াকান্দি এই দুই উপজেলার মানুষের শত বছরের প্রাণের দাবি এই নৌ রুটে ফেরি চলাচল করবে । মেলান্দহ -মাদারগঞ্জ সংসদীয় আসনের এমপি মির্জা আজম এবং বগুড়া-১ আসনের সাবেক এমপি প্রয়াত আব্দুল মান্নান ও তাঁর সহধর্মিণী সাহাদারা মান্নান এমপি এর দীর্ঘ প্রচেষ্টায় চরাঞ্চল মানুষের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে । বৃহত্তর ময়মনসিংহ বিভাগ ও বগুড়া তথা রাজশাহী বিভাগের যোগাযোগ স্থাপন হবে এবং এই রুটে উত্তর বঙ্গের সাথে ঢাকার দুরত্ব ৮০ কিলোমিটার কমে যাবে ।
আগামী ১২ আগস্ট বি আই ডব্লিউ টি এ তত্ত্বাবধানে একটি আধুনিক মানের মানুষ ও পরিবহনবাহী ফেরি উদ্বোধন হবে । উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি, মাননীয় প্রতিমন্ত্রী নৌ পরিবহন মন্ত্রনালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা আজম এমপি ও সাহাদারা মান্নান এমপি । আগামী ১২ আগস্ট সকাল ১০ টায় জামথল ঘাটে ফেরি উদ্বোধন হওয়ার কথা রয়েছে ।

ট্যাগ :

বিএফআইইউ প্রধানের ‘ভিডিও ফাঁস’ বিশেষজ্ঞদের দাবি এআই দারা নির্মিত ষড়যন্ত্র

স্বপ্ন পূরণের পথে মাদারগঞ্জ-সারিয়াকান্দিবাসির

প্রকাশিত : ১২:৪০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

শত বছরের স্বপ্ন পূরণের পথে মাদারগঞ্জ-সারিয়াকান্দির জন মানুষের । ভূগৌলিক দিক থেকে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মাঝখানে বয়ে চলেছে বৃহত্তর যমুনা নদী । এপারে মাদারগঞ্জ ঘাট ও ওপারে সারিয়াকান্দি । যুগ যুগ ধরে পূর্ব ও পশ্চিম অঞ্চল মানুষের বন্ধন আত্মার । সারিয়াকান্দি উপজেলার ৪ টি ইউনিয়ন নদীর পূর্ব পাড়ে হওয়ায় প্রতিদিন তাদের অফিসিয়াল ও ব্যবসায়ীক কাজে নদী পার হতে হয় । ছোট ছোট নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই পারাপার হয় এই দুই অঞ্চলের মানুষ ।

তাই এই দুই অঞ্চলের মানুষের কথা চিন্তা করে মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌ রুটে ফেরি চলাচল করার পরিকল্পনা করছে সরকার । সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ আগস্ট এই নৌ ফেরির উদ্বোধন করার কথা রয়েছে ।

এ দিকে জামথল গ্রামের ষাটর্ধ আফতাব উদ্দিন বলেন, আমি দীর্ঘ চল্লিশ বছর ধরে মরিচ, পেঁয়াজ, ধান, গমের ব্যবসা করি তাই আমাকে এগুলো মালামাল নৌকায় বহন করে এপার থেকে ওপারে নিয়ে যেতে হয় । বর্ষাকালে নদীতে এসব মালামাল বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়, অনেক সময় নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটে । তাই নৌ ফেরির চালু হলে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে । আমাদের কোন চিন্তা থাকবেনা ।

জামথল গ্রামের পারভীন আক্তার বলেন আমার বিয়ে হয়েছে সারিয়াকান্দি তাই আমাকে শশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসতে হয়। তাই ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনেক ভয়ে থাকি নদীতে একটু বাতাস হলেই বাচ্চারা কান্নাকাটি করে । এখানে ফেরি চলাচল শুরু হলে এই দুই অঞ্চলের মানুষের খুব উপকার হবে । যাতায়াত নির্বিঘ্ন হবে এবং সময় ও খরচ দুটোই কম লাগবে।
অপরদিকে কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, রাশেদ মোশারফ জানিয়েছেন মাদারগঞ্জ সারিয়াকান্দি এই দুই উপজেলার মানুষের শত বছরের প্রাণের দাবি এই নৌ রুটে ফেরি চলাচল করবে । মেলান্দহ -মাদারগঞ্জ সংসদীয় আসনের এমপি মির্জা আজম এবং বগুড়া-১ আসনের সাবেক এমপি প্রয়াত আব্দুল মান্নান ও তাঁর সহধর্মিণী সাহাদারা মান্নান এমপি এর দীর্ঘ প্রচেষ্টায় চরাঞ্চল মানুষের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে । বৃহত্তর ময়মনসিংহ বিভাগ ও বগুড়া তথা রাজশাহী বিভাগের যোগাযোগ স্থাপন হবে এবং এই রুটে উত্তর বঙ্গের সাথে ঢাকার দুরত্ব ৮০ কিলোমিটার কমে যাবে ।
আগামী ১২ আগস্ট বি আই ডব্লিউ টি এ তত্ত্বাবধানে একটি আধুনিক মানের মানুষ ও পরিবহনবাহী ফেরি উদ্বোধন হবে । উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি, মাননীয় প্রতিমন্ত্রী নৌ পরিবহন মন্ত্রনালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা আজম এমপি ও সাহাদারা মান্নান এমপি । আগামী ১২ আগস্ট সকাল ১০ টায় জামথল ঘাটে ফেরি উদ্বোধন হওয়ার কথা রয়েছে ।