চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে কোস্ট গার্ডের অভিযানে ১১ কোটি টাকা মূল্যের ৩৩ লাখ মিটার কারেন্ট জাল ও চায়না চাই জাল জব্দ করা হয়েছে। জেলা কোস্ট গার্ড বৃহস্পতিবার বিকেল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে বেশ কয়কজন অবৈধ কারেন্ট জালের পাইকারি ব্যবসায়ী তাদের গুদামে তালা ঝুলিয়ে পালিয়ে যান। একই সময় অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই কারেন্ট জাল ব্যবসায়ীকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজারের বণিক পট্টির বিভিন্ন জাল বিক্রির দোকানে অবৈধ কারেন্ট জাল ও চায়না চাই জাল খুচরা ও পাইকারি বিক্রি হয়ে আসছে। এমন খবরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযানে যায় জেলা কোস্ট গার্ড। এ সময় বেশ কয়েকটি দোকান ও তাদের গুদামে অভিযান চালানো হয়। কয়েক ঘণ্টার অভিযানে ৩৩ লাখ মিটার কারেন্ট জাল ও চায়না চাই জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১১ কোটি টাকা। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান, জেলা কোস্ট গার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট শামছ। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ কোস্ট গার্ডের অন্য সব কর্মকর্তা, সদস্য ও হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাছান জানান, আমরা প্রায় ১১ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল ও চায়না চাই জাল জব্দ করেছি। হাজীগঞ্জ বাজারে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীদের গুদাম ও দোকানে অভিযান চালাচ্ছে জেলা কোস্ট গার্ড।
১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
হাজীগঞ্জে ১১ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
-
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
- প্রকাশিত : ১২:৪৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- 64
ট্যাগ :
জনপ্রিয়