১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

পরীর জন্য পরান কাঁদে

পরীমণি ও পরান

বেশকিছু নাটকের সফল অভিনেতা জহির উদ্দীন পরান। এই করোনার মাঝেও বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শত কাজের ব্যস্ততার মাঝেও শোবিজের নানা বিষয় নিয়ে ভাবেন, সমসাময়ীক কোনো আলোচিত বিষয় থাকলে তার ফেসবুক পোস্টে পাওয়া যায় দিক নির্দেশনা মুলক লিখা।
সম্প্রতি আলোচিত কারাবন্দী ঢালিউড অভিনেত্রী পরীমনিকে নিয়ে বেশকিছু পোস্ট করেছেন মেধাবী এই অভিনেতা। সেখানে তিনি পরীমণির মুক্তির দাবি জানিয়েছেন।

পরান বলেন, মাদক মামলায় একজন মানুষকে জামিন না দিয়ে দুইবার রিমান্ডে নেওয়া হয়েছে, যা অযৌক্তিক। অতীতে আমরা দেখেছি, মাদক মামলায় অনেকে জামিনে বেরিয়েছেন, তাহলে তাঁকে কেন বারবার জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়া হলো! পরী এখন কারাগারে। আমি চাই পরীকে যারা আজ এই বাজে পথ চিনিয়েছে তাদের যেন আইনের আওতায় এনে সাজা দেয়া হয়। যে নাটের গুরু চয়নিকা চৌধুরী তাকে আবারো জিজ্ঞাসা করা হোক। একজন শিল্পী হিসেবে সবশিল্পীর জন্য যেমন মন কাঁদে তেমনি সু অভিনেত্রী পরিমনির জন্য মন কাঁদে। তার মুক্তি চাই । এভাবে চলতে থাকলে শিল্পী সমাজ বিলুপ্ত হয়ে যাবে। পরী আমাদের গর্ব। আমি চাই তাকে জামিন দেওয়া হোক। সে আবার শুটিংয়ে ফিরে আসুক।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে বিদেশি নাগরিকের উপর ছিনতাইকারীর বর্বর হামলা ,দুই ছিনতাইকারী আটক

পরীর জন্য পরান কাঁদে

প্রকাশিত : ০৯:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১

বেশকিছু নাটকের সফল অভিনেতা জহির উদ্দীন পরান। এই করোনার মাঝেও বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শত কাজের ব্যস্ততার মাঝেও শোবিজের নানা বিষয় নিয়ে ভাবেন, সমসাময়ীক কোনো আলোচিত বিষয় থাকলে তার ফেসবুক পোস্টে পাওয়া যায় দিক নির্দেশনা মুলক লিখা।
সম্প্রতি আলোচিত কারাবন্দী ঢালিউড অভিনেত্রী পরীমনিকে নিয়ে বেশকিছু পোস্ট করেছেন মেধাবী এই অভিনেতা। সেখানে তিনি পরীমণির মুক্তির দাবি জানিয়েছেন।

পরান বলেন, মাদক মামলায় একজন মানুষকে জামিন না দিয়ে দুইবার রিমান্ডে নেওয়া হয়েছে, যা অযৌক্তিক। অতীতে আমরা দেখেছি, মাদক মামলায় অনেকে জামিনে বেরিয়েছেন, তাহলে তাঁকে কেন বারবার জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়া হলো! পরী এখন কারাগারে। আমি চাই পরীকে যারা আজ এই বাজে পথ চিনিয়েছে তাদের যেন আইনের আওতায় এনে সাজা দেয়া হয়। যে নাটের গুরু চয়নিকা চৌধুরী তাকে আবারো জিজ্ঞাসা করা হোক। একজন শিল্পী হিসেবে সবশিল্পীর জন্য যেমন মন কাঁদে তেমনি সু অভিনেত্রী পরিমনির জন্য মন কাঁদে। তার মুক্তি চাই । এভাবে চলতে থাকলে শিল্পী সমাজ বিলুপ্ত হয়ে যাবে। পরী আমাদের গর্ব। আমি চাই তাকে জামিন দেওয়া হোক। সে আবার শুটিংয়ে ফিরে আসুক।

বিজনেস বাংলাদেশ/বিএইচ