পদ্মায় প্রতিদিনই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বেড়ে বিপদসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহত পানি বৃদ্ধির কারণে নানা দুর্ভোগ পোহাচ্ছেন পদ্মার নি¤œাঞ্চলের মানুষেরা। জেলার পদ্মা তীরবর্তী এলাকার ১০টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ এখন পানিবন্দি। চলাচলেও দেখা দিয়েছে দুর্ভোগ। বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে নদীর নিচু এলাকায়।রোববার দৌলতদিয়া, পাংশা ও মহেন্দ্রপুরের পানি পরিমাপের গেজ লিডাররা এ তথ্য জানায়।
দৌলতদিয়া কুশাহাটা চরের বাসিন্দা খায়রুল জানান, কুশাহাট এলাকায় প্রায় ১২০ পরিবারের বসবাস। এখন পর্যন্ত কারও বাড়িতে পানি না উঠলেও বাড়ির চারপাশে থৈ থৈ করছে পানি। এক বাড়ি থেকে অন্য বাড়ি যেতে হয় নৌকায়। এভাবে পানি বাড়তে থাকলে দ্রুত ঘরবাড়িতেও উঠবে। এদিকে আবার চরের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় গবাদি পশুর খাবার সংকটও দেখা দিয়েছে।
এছাড়া পাংশার বাহাদুরপুর, কালুখালীর রতনদিয়া, সদরের খানগঞ্জ, মিজানপুর, বরাট ও দৌলতদিয়ার দেবগ্রাম এবং দৌলতদিয়া ইউনিয়নের নি¤œাঞ্চলে পানি প্রবেশ করেছে। ফলে অনেক স্থানে চলাচলে বেড়েছে দুর্ভোগ।
এদিকে বালিয়াকান্দির গড়াই নদীর পানি বাড়ায় নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম, জামসাপুরের নি¤œচরাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে প্রায় ওই এলাকার ৩০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
স্থানীয় আজিজ মহাজন জানান, গড়াই নদীর পানি বাড়ায় চরের প্রায় ৩৫টি বাড়িতে পানি প্রবেশ করেছে। এ অবস্থায় অনেকে বাড়িঘর ছেড়ে আত্মীয়-স্বজনের বাসায় আশ্রয় নিয়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।
রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রোকৌশলী আব্দুল আহাদ জানান, শুধু দৌলতদিয়া পয়েন্টে পানি বেড়েছে। তবে বন্যার তেমন আশঙ্কা নাই।
সরেজমিনে দেখা গেছে, দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট এলাকায় থাকা দোকানগুলো পানিতে তলিয়ে গেছে। এতে দোকানিরা ব্যবসা গুটিয়ে অন্যত্রে চলে গেছে। গবাদি পশুর খাদ্যের অভাব দেখা দেওয়ায় দূর থেকে নৌকায় করে খাবার সংগ্রহ করে আনতে হচ্ছে। তীব্র স্রোতে সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। ৫নং ফেরিঘাটের পন্টুন তলিয়ে যাওয়ায় উচু স্থানে পন্টুন স্থাপন করা হয়েছে।
জেলার পাঁচটি উপজেলার মধ্যে চারটিই পদ্মার তীরে অবস্থিত হওয়ায় প্রায় ৩০টিরও বেশি গ্রামের কয়েক হাজার মানুষ এখন পানিবন্দি। প্রতিদিন পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।