নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেছেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আইনের শাসন বাস্তবায়নে দিন-রাত আমরা দায়িত্ব পালন করছি।
নোয়াখালী মিডিয়া সেল সম্পর্কে এসপি মো. শহীদুল ইসলাম বলেন, দ্রুত সংবাদ সংগ্রহ ও সরবরাহের সুবিধার্থে সাংবাদিকদের জন্য এই মিডিয়া সেল বানানো হয়েছে। মিডিয়া সেলে তথ্যের প্রবাহ থাকবে। এই সেলের মাধ্যমে সর্বক্ষণ তথ্য পাবেন। আইনশৃঙ্খলা সংক্রান্ত অনাকাক্সিক্ষত কোনো পরিস্থিতির উদ্ভব হলে আমাদের মিডিয়া সেলে আপনারা (সাংবাদিকরা) যোগাযোগ করবেন। আমরা দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ পদ্ধতিতে সমাধানের জন্য কাজ করব। এসপি মো. শহীদুল ইসলাম আরও বলেন, আমরা আমাদের কর্ম-এলাকার জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্যক্তিগত ও পারিবারিক আরাম-আয়েশ ত্যাগ করে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছি। আমরাদের কোনো কাজে জনগণের মাঝে যেন কোনো প্রকার সন্দেহ সৃষ্টি না হয় সেজন্য আমরা আমাদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছি। আমরা ইচ্ছাকৃতভাবে কোনো তথ্য গোপন না করার নীতি অনুসরণ করছি।
এছাড়াও জেলায় যানজট নিরসন, হাসপাতালে দালাল উচ্ছেদ, মাদক, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অপরাধ প্রতিরোধে জেলা ও থানা পুলিশের পাশাপাশি বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার পরিকল্পনার কথা জানান নবাগত পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন আবু নাছের মঞ্জু, জামাল হোসেন বিষাদ, আকবর হোসেন সোহাগ, সুমন ভৌমিক, আসাদুজ্জামন চৌধুরী কাজল প্রমুখ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) খালেদ বিন মালেক, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাই এমরান, চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার এএনএম সাইফুল আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও নতুন মিডিয়া সেলের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।