রাষ্ট্রীয় মালিকানাধীন তিন ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) এমডি হয়েছেন শিরীন আখতার।
একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে তিনি এক মাসের বেশি সময় ধরে বিকেবির ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করে আসছিলেন। সোনালী ব্যাংকের ডিএমডি মো. আবদুল মান্নান পদোন্নতি পেয়ে কর্মসংস্থান ব্যাংকের এমডি হয়েছেন।
অন্যদিকে পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি হয়েছেন খন্দকার আতাউর রহমান। তিনি রূপালী ব্যাংকের ডিএমডি থেকে পদোন্নতি পেয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান জাতীয় বেতনকাঠামো অনুযায়ী তারা মাসে ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতন পাবেন।
এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ-পদোন্নতি ও পদায়ন বিষয়ক নীতিমালা ২০১৯ ও সরকারের জারি করা নীতিমালা দিয়ে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।





















