আজ ৩ অক্টোবর ২০২১, ইউসেপ বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের সূচনা দিবস। ১৯৭৩ সালের এই দিনে নিউজিল্যান্ডের অধিবাসী লিন্ডসে এ্যালান চেইনীর হাতধরে ইউসেপ বাংলাদেশ-এর শিক্ষাকার্য ক্রমের সূচনা হয়েছিল। তিনি ঢাকা বিশ্বদ্যিালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ৬০ জন শ্রমজীবি পথশিশু তথা‘ আন্ডার প্রিভিলেজড চিলড্রেনদের (Underprivileged Children) নিয়ে বৈকালিক স্কুলের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করেন।
বর্তমানে ইউসেপ বাংলাদেশ সারাদেশে সুবিধা বঞ্চিত শিশু ও যুবাদের জীবন গঠনে সহায়ক ভূমিকা পালন করে আসছে যা বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে সক্রিয় অবদান রাখছে। প্রতিবছর প্রায় ৩৫ হাজার শিশু-কিশোর ইউসেপ বাংলাদেশ থেকে সহায়তা লাভ করছে, এর মধ্যে প্রায় ২০ হাজার তরুণ-যুবা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ লাভ করছে। প্রশিক্ষিত প্রায় ৯০ শতাংশ যুবাদের কর্মসংস্থানে সহায়তা প্রদান করা হয়। ইউসেপ বাংলাদেশ মোট ৮টি কর্মাঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে: ঢাকাউত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা-বরিশাল।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























