০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

মামুন আফনান রুমী’র কথায় মাহতিম শাকিবের কন্ঠে ছয় গান

মামুন আফনান রুমী

তরুন গীতিকার মামুন আফনান রুমী এরই মধ্যে প্রায় সময়ের সব শিল্পী দের সাথে কাজ করছেন। আলো ছড়াচ্ছেন নতুন নতুন লেখায়। নতুন খবর হলো তার লেখা ছয়টি গানে কন্ঠ দিলেন মাহতিম শাকিব।

এর মধ্যে চারটি গানের ও সুর সঙ্গীত পরিচালনা করেছেন কাউসার খান এবং বাকি দুটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার আলম মার্সেল। গানগুলো খুব শিগগিরই বিভিন্ন কোম্পানি থেকে মিউজিক ভিডিও হিসেবে প্রকাশিত হবে ।

এ প্রসঙ্গে রুমী বিজনেস বাংলাদেশকে বলেন, ‘আমার গান লেখার বয়স বেশি দিন নয়, এই অল্প সময়ে আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাজ করেছি। সময়ের সেরা শিল্পীদের সাথে আরো কাজ করতে চাই। নতুন এ ছয়টি গান ভিন্ন ভিন্ন লেখার চেষ্টা করেছি আশা করি গানগুলো সবার খুব ভালো লাগবে। চেষ্টা করছি প্রতিনিয়ত লিখে যাওয়ার দোয়া করবেন আমার জন্য সামনে যেনো আরো কাজ করতে পারি।

রুমীর লেখা কাজী শুভর ‘পোরা কপাল মিলন’ ও তিন্নির ‘তোমাকে চাই, সামস করেছেন ‘সেই তুমি নেই’ ও কার বুকেতে ঘুমাও রঙন রিদ্দ’র ও ‘পোলারে রিটার্ন’ আতিফ আহমেদ নিলয়ের ‘করলি ছলনা’ সহ আরো বেশ কয়েকটি গান দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

মামুন আফনান রুমী’র কথায় মাহতিম শাকিবের কন্ঠে ছয় গান

প্রকাশিত : ০৮:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

তরুন গীতিকার মামুন আফনান রুমী এরই মধ্যে প্রায় সময়ের সব শিল্পী দের সাথে কাজ করছেন। আলো ছড়াচ্ছেন নতুন নতুন লেখায়। নতুন খবর হলো তার লেখা ছয়টি গানে কন্ঠ দিলেন মাহতিম শাকিব।

এর মধ্যে চারটি গানের ও সুর সঙ্গীত পরিচালনা করেছেন কাউসার খান এবং বাকি দুটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার আলম মার্সেল। গানগুলো খুব শিগগিরই বিভিন্ন কোম্পানি থেকে মিউজিক ভিডিও হিসেবে প্রকাশিত হবে ।

এ প্রসঙ্গে রুমী বিজনেস বাংলাদেশকে বলেন, ‘আমার গান লেখার বয়স বেশি দিন নয়, এই অল্প সময়ে আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাজ করেছি। সময়ের সেরা শিল্পীদের সাথে আরো কাজ করতে চাই। নতুন এ ছয়টি গান ভিন্ন ভিন্ন লেখার চেষ্টা করেছি আশা করি গানগুলো সবার খুব ভালো লাগবে। চেষ্টা করছি প্রতিনিয়ত লিখে যাওয়ার দোয়া করবেন আমার জন্য সামনে যেনো আরো কাজ করতে পারি।

রুমীর লেখা কাজী শুভর ‘পোরা কপাল মিলন’ ও তিন্নির ‘তোমাকে চাই, সামস করেছেন ‘সেই তুমি নেই’ ও কার বুকেতে ঘুমাও রঙন রিদ্দ’র ও ‘পোলারে রিটার্ন’ আতিফ আহমেদ নিলয়ের ‘করলি ছলনা’ সহ আরো বেশ কয়েকটি গান দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ