গনমাধ্যম কর্মীদের রুটি-রুজি ও মর্যাদার লড়াই এবং সাংবাদিকদের অধিকার আদায়ের একমাত্র ফেডারেল বডি “বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিনয়ন। আগামীকাল ২৩ অক্টোবর. শনিবার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-এর ত্রি-বার্ষিক নির্বাচন জাতীয় প্রেসক্লাবে সকাল ১০টা অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনকে ঘিরে দেশের ১১টি সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় প্রেসক্লাব অঙ্গন এখন উৎসবে মেতে উঠেছে। নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিক নেতা, বিএফইউজের সদস্য সাংবাদিক ও কর্মীদের এক মিলন মেলায় পরিনত হয়েছে।
নির্বাচন উপলক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা বোর্ড নির্বাচন পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহন করেছেন। ইতিমধ্যে নির্বাচন আচরন বিধি ঘোষনা করেছেন। এবার ঢাকা থেকে ৩৪ জন বৈধ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
নির্বাচনে ওমর ফারুক ,আবদুল জলিল ভূইয়া ও আবু জাফর সূর্য্য সভাপতি পদে প্রতিদ্বদ্বতা করছে। সহ-সভাপতি পদে অমিও ঘটক পুলক, আজমল হক হেলাল, মধুসুধন মন্ডল, মফিদা আকবর ও সালাম মাহমুদ প্রতিদ্ব›িদ্বতা করছেন। মহাসচিব পদে ৩ জন : আবদুল মজিদ, দিপ আজাদ ও লায়েকুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুগ্ম মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা, বরুন ভৌমিক নয়ন, মানিক লাল ঘোষ, শেখ মামুনুর রশীদ প্রতিদ্বন্দ্বিতা করছে। কোষাধক্ষ্য পদে খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ, দপ্তর সম্পাদক পদে রেজাউল করিম রেজা, মীর আফরুজ জামান, মাসুম আহম্মেদ ও শাহ আলম ডাকুয়া। নির্বাহী পরিষদ সদস্য পদে আব্দুল খালেক লাভলু, উম্মুল ওয়ারা সুইটি, এম এ রহিম রনো, ড. উৎপল কুমার সরকার, নুরে জান্নাত আখতার সীমা, মোঃ সফিউর রহমান, সফিউদ্দিন আহম্মেদ বিটু, শাহজাহান স্বপন, শেখ নজমুল হক সৈকত ও হামিদ মোহাম্মদ জসিম। নারায়নগঞ্জে দুইজন প্রার্থী : আফজাল হোসেন পন্টি ও হাসানুজ্জামান শামীম। ময়মনসিংহে ০৭ জন, মোশারফ হোসেন সহ-সভাপতি, অজিত রায়-যুগ্ম মহাসচিব ও নির্বাহী সদস্য ০৫ জন : আবু সালেহ মোহাম্মদ মুসা, এম নাজমুস সাকিব, জিয়া উদ্দিন আহমেদ, রবীন্দ্রনাথ পাল ও সাঈদুল আলম খসরু। বগুরা ০৫ জন : সহ-সভাপতি জি এম সজল ও মাহমুদুল আলম নয়ন। যুগ্ম মহাসচিব পদে আরিফ রেহমান। নির্বাহী সদস্য পদে এ.এইচ.এম আখতারুজ্জামান, প্রদীপ ভট্টাচার্য ও শংকর। কুষ্টিয়ায় ০৩ জন : আফরোজা আক্তার ডিউ, সহ-সভাপতি। নির্বাহী সদস্য : আমিরুল ইসলাম ও মোহাঃ সোহেল রানা। খুলনায় ০৬ টি পদে : মোজাম্মেল হক হাওলাদার সহ-সভাপতি। মোহাম্মদ হেদায়েৎ হোসেন মোল্লা যুগ্ম মহাসচিব। নির্বাহী সদস্য পদে কৌশিক দে বাপী, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হাসানুর রহমান তানজির ও মোঃ হুমায়ুন কবীর। যশোর ০৫ জন : শাকিরুল কবির বিটন যুগ্ম মহাসচিব। নির্বাহী সদস্য পদে ইমরান হাসান, গোপীনাথ দাস, নুর ইমাম বাবুল ও শাহবুদ্দিন আলম, রাজশাহীতে ০৭ জন : শিবলী নোমান সহ-সভাপতি। যুগ্ম মহাসচিব পদে : জাবীদ অপু, রাশেদ ইবনে ওবায়েদ ও সৌরভ হাবিব। নির্বাহী সদস্য পদে আসাদুজ্জামান আসাদ, বদরুল হাসান লিটন ও শরীফ সুমন। চট্টগ্রাম এ ১১ জন : সহ-সভাপতি : তপন চক্রবর্তী, নাজিম উদ্দিন শ্যামল, মোস্তাক আহমদ, রিয়াজ হায়দার চৌধুরী ও শহীদ উল আলম। যুগ্ম মহাসচিব পদে : মহাসীন কাজী ও শহীদুল্লাহ শাহরিয়ার। নির্বাহী সদস্য পদে আজহার মাহমুদ, এস এম মিজানুর রহমান ইউসুফ, প্রণব বড়–য়া অর্ণব ও মোহাম্মদ রুবেল খান। সহ-সভাপতি পদে : সরওয়ার আজম মানিক সহ-সভাপতি, আহসান সুমন-যুগ্ম মহা-সচিব। আব্দুল কুদ্দুস রানা ও মোঃ নজিবুল ইসলাম, নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার নির্বাচন উপলক্ষ্যে আচরন বিধি ঘোষনা করেছেন। যেমন ঃ মাস্ক পরিধান, নির্বাচনী এজেন্ট, কাউন্টিং এজেন্ট, প্রবীণ-অসুস্থশারীরিক ভাবে অক্ষম ভোটারদের জন্য আলাদা একটি ভোটিং বুথ রাখা হবে। ভোটকেন্দ্রে কোন ব্যানার পোস্টার লাগানো যাবে না। জাল ভোট ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবার নির্বাচনে শাহজাহান সরদারকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ফারুক তালুকদার, আশিষ সৈকত, শাহনাজ সিদ্দিকী সোমা, রফিকুল ইসলাম রতন, ও কে এম আব্দুল মজিদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























