০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬

আসছে শীত, বাড়ছে কম্বলের চাহিদা

হেমন্ত মানে শীত শীত ভাব, ঠাণ্ডা বাতাস, ঠাণ্ডা প্রকৃতি। শেষ রাতের দিকে শরীরে অনুভূত হয় শীত। এসময় মনে হয় একটু কম্বল বা কাঁথা শরীরে জড়িয়ে নেই। ষড়ঋতুর দেশে হেমন্ত মানেই শীতের আগমনী বার্তা। শিশির ভেজা ও কুয়াশা জানান দিচ্ছে, শীত আসছে। শহরের ইট পাথরের দালানে শীতের পরশ একটু দেরিতে এলেও, উত্তরাঞ্চলে এরইমধ্যে দেখা মিলছে কুয়াশার।

প্রকৃতিতে হেমন্তের হিম হিম হাওয়া। ঘাস ভিজছে শিশিরে। এর মধ্যে দেশের সব মার্কেটের দোকানগুলোতে শুরু হয়েছে শীতের কাপড়সহ কম্বল বিকিকিনি। রাজধানীর গুলিস্থান, ফুলবাড়িয়া, বঙ্গমার্কেট, নিউমার্কেট ঘুরে তুলে আনা হয়েছে কম্বল বানানো ও বিকিকিনির নানান চিত্র। ফুলবাড়িয়া বঙ্গমার্কেটের ছয় তলায় সকাল থেকেই কম্বল বানাতে ব্যস্ত কারিগররা।

রাজধানীর দোকানগুলো সাজানো হয়েছে থরে থরে রং-বেরঙের বাহারী কম্বল দিয়ে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা ঘুরে ঘুরে কম্বল দেখছেন ও কিনছেন। পাইকারি ব্যবসায়ীরা কম্বল কেনার পর শ্রমিকরা মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছেন গাড়িতে তোলার জন্য। রাজধানীর বঙ্গমার্কেটের কম্বলের পাইকারি দোকান মালিক ফেরদৌস মজুমদার বলেন, এখন থেকেই বেচাকেনার ভিড় শুরু হয়েছে।

এই বাজারেই দেশি-বিদেশি নানা রকমের কম্বল পাওয়া যায় এবং খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। আকার ও মান ভেদে দেশি-বিদেশি কম্বল ১০০ টাকা থেকে শুরু করে ১,২০০ টাকা পর্যন্ত পাওয়া যায়।

ট্যাগ :
জনপ্রিয়

কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশন’র উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা

আসছে শীত, বাড়ছে কম্বলের চাহিদা

প্রকাশিত : ১২:০০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১

হেমন্ত মানে শীত শীত ভাব, ঠাণ্ডা বাতাস, ঠাণ্ডা প্রকৃতি। শেষ রাতের দিকে শরীরে অনুভূত হয় শীত। এসময় মনে হয় একটু কম্বল বা কাঁথা শরীরে জড়িয়ে নেই। ষড়ঋতুর দেশে হেমন্ত মানেই শীতের আগমনী বার্তা। শিশির ভেজা ও কুয়াশা জানান দিচ্ছে, শীত আসছে। শহরের ইট পাথরের দালানে শীতের পরশ একটু দেরিতে এলেও, উত্তরাঞ্চলে এরইমধ্যে দেখা মিলছে কুয়াশার।

প্রকৃতিতে হেমন্তের হিম হিম হাওয়া। ঘাস ভিজছে শিশিরে। এর মধ্যে দেশের সব মার্কেটের দোকানগুলোতে শুরু হয়েছে শীতের কাপড়সহ কম্বল বিকিকিনি। রাজধানীর গুলিস্থান, ফুলবাড়িয়া, বঙ্গমার্কেট, নিউমার্কেট ঘুরে তুলে আনা হয়েছে কম্বল বানানো ও বিকিকিনির নানান চিত্র। ফুলবাড়িয়া বঙ্গমার্কেটের ছয় তলায় সকাল থেকেই কম্বল বানাতে ব্যস্ত কারিগররা।

রাজধানীর দোকানগুলো সাজানো হয়েছে থরে থরে রং-বেরঙের বাহারী কম্বল দিয়ে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা ঘুরে ঘুরে কম্বল দেখছেন ও কিনছেন। পাইকারি ব্যবসায়ীরা কম্বল কেনার পর শ্রমিকরা মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছেন গাড়িতে তোলার জন্য। রাজধানীর বঙ্গমার্কেটের কম্বলের পাইকারি দোকান মালিক ফেরদৌস মজুমদার বলেন, এখন থেকেই বেচাকেনার ভিড় শুরু হয়েছে।

এই বাজারেই দেশি-বিদেশি নানা রকমের কম্বল পাওয়া যায় এবং খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। আকার ও মান ভেদে দেশি-বিদেশি কম্বল ১০০ টাকা থেকে শুরু করে ১,২০০ টাকা পর্যন্ত পাওয়া যায়।