প্রায় এক বছর ধরে কিডনিজনিত রোগে ভুগছেন হালিমা বেগম। দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে মর্ডান খান হাসপাতালে চিকিৎসকের অধীনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। চিকিৎসকের পরামর্শে তাকে সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস করতে হবে। যার ব্যয় প্রতিদিন প্রায় পাঁচ হাজার টাকা করে। এক বছর ধরে চিকিৎসার খরচ চালাতে গিয়ে তার পরিবার এখন নিঃস্ব প্রায়। এতো টাকা কিভাবে জোগাড় করবেন ভেবে দিশেহারা হয়ে পড়েছেন।
অসহায় হয়ে পড়া হালিমা বেগমের মেয়ে জানান, কিডনি নষ্ট হওয়ার পরে তার চিকিৎসা ব্যয় মেটাতে সঞ্চিত সম্পদের সবই শেষ হয়ে গেছে। কিডনি পরিবর্তন করতে হলে এখন ৫০ লাখেরও বেশি টাকার প্রয়োজন। কিন্তু তার বা তার পরিবারের পক্ষে আর কোনোভাবেই এ ব্যয় বহন করা সম্ভব হয়ে উঠছে না।
তাই একান্ত নিরুপায় হয়েই সমাজের বিত্তবান ও হৃদয়বানদের কাছ থেকে আর্থিক সহযোগিতা ও দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
সহযোগিতার ঠিকানা : মরিয়ম আক্তার ববি, সঞ্চয়ী হিসাব নম্বর: ২০৫০১১৮০২০১৭৩০৯১৮, ইসলামী ব্যাংক, নবাবপুর শাখা, ঢাকা। 01811761188 (বিকাশ)।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















