ঢাকা সকাল ১১:৪৮, রবিবার, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে শনিবার (২০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজত থেকে ৪ হাজার ১৯৩ পিস ইয়াবা, ৬২৩ গ্রাম হেরোইন, ১৭ কেজি ১৩১ গ্রাম গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭১টি মামলা হয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

এ বিভাগের আরও সংবাদ