উত্তরা পশ্চিম থানা পুলিশ কর্তৃক ১৪ ডিসেম্বর ২০২৫ ইং বিশেষ অভিযান পরিচালনা করে উত্তরা পশ্চিম থানা এলাকা হতে নিয়মিত মামলায় ২জন, সিআর পরোয়ানা মূলে ১জন,এবং ডিএমপি অধ্যাদেশ আইনে বিভিন্ন অপরাধে ৭জন আসামি গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পর্নোগ্রাফি মামলায় -১জন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন আইনসহ পেনাল কোড মামলায় -০১জন।সিআর পরোয়ানা মূলে গ্রেফতার- ০১জন।ডিএমপির বিভিন্ন অপরাধে ৭ জন।
পর্নোগ্রাফি মামলায় গ্রেফতারকৃত আসামীরা হলেন,আহমদুল ইসলাম মইন (৪৪)বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন আইনসহ পেনাল কোড মামলায় গ্রেফতারকৃত আসামীরা হলেন,তানভীর আহমেদ (২৩)সিআর পরোয়ানা মূলে গ্রেফতারকৃত আসামীর নাম দীপক চন্দ্র দাস (৪২)।ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেফতারকৃত আসামীদের নাম আল ফারহাতুল (২২)মোঃ রিফাত আলী (২৪)মোঃ হাসান আলী (৩৮)শাকিল মিয়া (২২)মোঃ অন্তর মিয়া (২৫)মোঃ হোসেন (৪৫)মোঃ রনি (২১) ১০ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান উত্তরা থানা পুলিশ।
ডিএস./

























