সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইল উপজেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস কেম্পেইন শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চার দিন চলবে এ কেম্পেইন। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে ভটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন-এ প্লাস কেম্পেইন এর উদ্ভোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া।
সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ২১৭ টি টিকাদান কেন্দ্র থেকে ৫৩ হাজার ২২০ জন শিশুকে এই ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এতে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল রয়েছে ৪৭১০০টি ও নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল রয়েছে ৬১২০টি। প্রতিটি কেন্দ্রে ৪৩৪ জন সেচ্ছাসেবী ৪দিনে এই কর্মসূচি পালন করবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো:নোমান মিয়া বলেন, ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স সহ প্রতিটি টিকা কেন্দ্র ৬ থেকে ১১মাস বয়সি শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ও ১২ থেকে ৫৯মাস বয়সি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও বলেন, শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো খুবই জরুরি। ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুর রাতকানা, অন্ধত প্রতিরোধ, জীবাণু সংক্রমণ সহ রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক অভিবাবকদের খেয়াল রাখতে হবে তার সন্তানকে যেন অবস্যয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















