নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় গত সোমবার( ১৩ ডিসেম্বর)সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১১এর একটি দল। উক্ত অভিযানে ইলেকট্রনিক ডিভাইস ল্যাপটপ ও কম্পিউটারের মাধ্যমে পর্ণ ভিডিও ও অশ্লীল ছবি সরবরাহের দায়ে বরগুনা জেলার
তালতলী থানার গাববাড়ীয়া গ্রামের
মোঃ রুহুল আমিন তালুকদার ছেলে
মোঃ আবুল কালাম আজাদ(৩৫) কে সিদ্ধিরগঞ্জের সানারপাড় নিমাই কাশারী থেকে আটক করা হয়। এ সময় আটককৃত অসাধু ব্যবসায়ীর হেফাজত হতে ১টি মনিটর,১টি সিপিইউ,১টি পেনড্রাইভ এবং ১টি মেমোরী কার্ড জব্দ করা হয়।
অনুসন্ধানে জানা যায়,গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট(কমফোর্ট ডেন্টাল সংলগ্ন) এর সাদিয়া টেলিকম নামক কম্পিউটারের দোকান পরিচালনার আড়ালে কম্পিউটার,পেনড্রাইভ ও মেমোরী কার্ডের মাধ্যমে বিভিন্ন প্রকার পর্ণ ভিডিও,অশ্লীল ছবি ও গান আদান-প্রদান করে আসছিল। অনুসন্ধানে আরও জানা যায়, অসাধু ব্যবসায়ী টাকার বিনিময়ে শিক্ষার্থীসহ বিভিন্ন উঠতি বয়সী তরুণদের মোবাইলে পর্ণোগ্রাফি ভিডিও বিক্রয়,বিতরণ এবং সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















