এবার এসএসসি পরীক্ষার ফলাফলে গাজীপুরে ২০টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে এসব প্রতিষ্ঠানের সবগুলোই হলো বেসরকারি।
বোর্ড প্রকাশিত ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, এবার এসএসসি পরীক্ষার ফলাফলে গাজীপুরে ২০টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল রাজেন্দ্রপুর (৯৯জন, জিপিএ ৫-৩২জন), রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (২২১ জন, জিপিএ ৫ – ১৯৯জন), গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ (৪২জন, জিপিএ ৫- ২১জন), ইকবাল সিদ্দিক কলেজ (১১০, জিপিএ ৫-৩৩জন), বিওএফ হাইস্কুল (১০০জন, জিপিএ ৫ -১৪জন ), গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (৭৯জন, জিপিএ ৫ ৪৫জন), বাওনী গার্লস হাইস্কুল (৩১জন, জিপিএ ৫-৫জন), আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজ (১০১জন, জিপিএ ৫- ৫০জন), সিংগুয়া ফকির শাহাবুদ্দিন গার্লস হাইস্কুল (১২৭জন, জিপিএ৫ -৫৮জন), আমরাইদ ইয়াকুব আলী সিকদার হাইস্কুল (৪২জন, জিপিএ ৫-শূণ্য), ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজ (১৩১জন, জিপিএ ৫-২২জন), বিএআরআই হাইস্কুল (২১৭জন, জিপিএ ৫-৬৮), ব্রি হাইস্কুল (১৪৬জন জিপিএ ৫-৮৮জন), গাজীপুর পুলিশ লাইন্স স্কুল ৮৫জন, জিপিএ ৫-৫জন) মেহের আফরোজ চুমকি গার্লস স্কুল (১৪জন, জিপিএ ৫- শূণ্য), আমবাগ মাইলস্টেন হাইস্কুল (৫৮জন, জিপিএ-৫-৩৮জন), নারয়নকুল ড্রিম মডেল হাইস্কুল (১১৬জন, জিপিএ ৫ -১৯জন) এমইএইচ আরিফ কলেজ (৪০৫জন, জিপিএ ৫ -৩১১জন) এবং পানসি হাইস্কুল (৭৬জন, জিপিএ ৫-৪জন)। তবে দেখা গেছে শতভাগ পাপসেএ নামের তালিকায় সরকারি কোন প্রতিষ্ঠান নেই।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, পরীক্ষায় অনুপস্থিতিজনিত এবং সরকারি প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিক্ষার্থী ভর্তি হওয়ার কারণেও শতভাগ পাস করা সম্ভব হয়না। এছাড়া অন্য কোন কারণেও কাঙ্খিত ফল নাও আসতে পারে বলে তিনি মনে করেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















