করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘ ১৮ মাসেরও বেশি সময় বন্ধ ছিল সাভারের গণ বিশ্ববিদ্যালয়। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান চালু, রাষ্ট্রপ্রতি ও ইউজিসি কর্তৃক কোষাধ্যক্ষ এবং উপ-উপাচার্য নিয়োগ সহ নানান দিক দিয়েই গণ বিশ্ববিদ্যালয়ের ঘটনাবহুল ছিল। এ বছরের আলোচিত বিভিন্ন বিষয়সমূহ সামনে তুলে আনার চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী মোঃ বরাতুজ্জামান স্পন্দন।
প্রক্টর নিয়োগ
দীর্ঘদিনের শূন্যতা শেষে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রক্টর হিসেবে অধ্যাপক ড. মো. জিয়াউল আহসানকে নিয়োগ দেয়া হয়। একইসাথে তিনি রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. অনুপমার অব্যাহতি
বিভিন্ন অনিয়ম ও DAAD প্রকল্পের অর্থ আত্মসাৎ করার অভিযোগে ২১ জুন ‘মেডিকেল ফিজিসিস্ট’ অ্যাওয়ার্ড প্রাপ্ত অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারীকে অব্যাহতি দেওয়া হয়। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ট্রাস্টি বোর্ডের সভায় তাকে বিভাগের নানা অনিয়মের জন্য দুঃখ প্রকাশ এবং ‘আলো ভূবন ও SCMPCR’ এর সকল কার্যক্রম থেকে বেরিয়ে আসার জন্য বলা হয়। পরবর্তীতে তাকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
কোষাধ্যক্ষ নিয়োগ
চলতি বছরের ৩০ জুন রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অধ্যাপক মো. সিরাজুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ (কোষাধ্যক্ষ) হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান। পূর্বে তিনি দীর্ঘদিন পরমাণু শক্তি কমিশনের পরিচালক হিসেবে কাজ করেন। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগে খন্ডকালীন অধ্যাপক হিসেবে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা তত্ত্বাবধান করার অভিজ্ঞতা রয়েছে।
সর্বপ্রথম স্বশরীরে পাঠদান শুরু
করোনাভাইরাসের সংক্রমণের কারণে র্দীঘ ১৮ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ৪ অক্টোবর দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বশরীরে পাঠদান শুরু হয়। ইউজিসির নির্দেশনা মেনে করোনার এক ডোজ টিকা সম্পন্ন অথবা নিবন্ধন করার শর্তসাপেক্ষে পুনরায় স্বশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়।
আরবী ভাষা শিক্ষা কোর্স
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চলতি বছরের ১৬ অক্টোবর অারবী ভাষা শিক্ষা কোর্সের ভর্তি শুরু হয়। তিনটি ভাগে (এলিমেন্টরি, ইন্টারমিডিয়েট ও এডভান্সড) তিন ও ছয় মাস মেয়াদী এই কোর্সের ক্লাস শুরু হবে আগামী ১৬ জানুয়ারি।
‘বিতর্কিত’ উপাচার্যের ‘রহস্যজনক’ বিদায়
দীর্ঘদিন সাড়ে চার বছরে কখনো ‘ভারপ্রাপ্ত’, কখনো ‘চলতি দায়িত্ব’ নিয়ে পদাসীন ছিলেন ট্রাস্টি বোর্ড নিয়োগকৃত উপাচার্য অধ্যাপক ডা: লায়লা পারভীন বানু। ২০১৭ সালের ১৪ মার্চ তাকে নিয়োগ করা হয়। কিন্তু কখনো তিনি ইউজিসির বৈধতা নিয়ে দায়িত্ব পালন করতে পারেননি। তার সময়ে ২০১৯ সালে দীর্ঘ ৬৮ দিন বৈধ উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। যদিও আদালত তাকে বৈধতা দিয়ে নিয়োগের আদেশ দেয়। পরবর্তীতে অপরপক্ষের আপিলে করোনাকালীন সময়ে মামলাটি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
এর মাঝে চলতি বছরের ১৬ অক্টোবর রহস্যজনকভাবে ডা. লায়লার স্থলে বিশ্ববিদ্যালয়ের তখনকার উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. দেলওয়ার হোসেনকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেয়া হয়। এভাবে বিশ্ববিদ্যালয়ে ডা: লায়লা পারভীন বানু অধ্যায়ের সমাপ্তি হয়।
তিন ব্যাচের ভিন্নধর্মী নবীনবরণ
করোনাকালীন সময়ে ভর্তিকৃত তিনটি ব্যাচের নবীনবরণ করা সম্ভব হয়নি। ক্যাম্পাস চালুর পর নবীন তিন ব্যাচের শিক্ষার্থীদের যৌথভাবে বরণ করে নেয়া হয়। ১ ডিসেম্বর ক্যাম্পাস চত্বরে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনা করা হয় এবং নবীন শিক্ষার্থীদের শপথ পড়ানো হয়। এরপর ফুলের স্টিক দিয়ে তাদের বরণ করা হয়। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশেষ আয়োজন
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি তথা সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয়ের মাসে ‘মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। গত ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন গবিসাসের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতার পতাকা প্রথম উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম (বীরপ্রতীক), জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি বেগম তানিয়া রব প্রমুখ।
নতুন উপ-উপাচার্য নিয়োগ
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদের আদেশক্রমে ৯ ডিসেম্বর গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) উপ-উপাচার্য হিসাবে নিয়োগ পান খ্যাতিমান পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. মো. আবুল হোসেন। তিনি ১৯৮৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে শিক্ষক হিসাবে যোগদানের পর বিভাগীয় প্রধান, ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সবশেষে ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন।
জিবিপিএসের ফটোগ্রাফিক সোসাইটির সদস্যপদ লাভ
গণ বিশ্ববিদ্যালয়ের প্রথম কোনো সংগঠন হিসেবে জাতীয় পর্যায়ে নথিভুক্ত হয় গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (জিবিপিএস)। বাংলাদেশের জাতীয় ফটোগ্রাফিক সোসাইটি’র (বিপিএস) অ্যাফিলিয়েটেড সদস্যপদ পায় তারা। ১১ ডিসেম্বর গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে জিবিপিএস সভাপতি মো. রাকিবুল হাসানকে প্রত্যয়িত সনদ প্রদান করা হয়। বিপিএস সভাপতি স্বাক্ষরিত প্রত্যয়িত পত্রে বলা হয়, জিবিপিএস যোগ্যতা বোর্ডের প্রয়োজনীয় মান অর্জন করেছে এবং বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির ক্লাব সদস্য হিসেবে নথিভুক্ত হয়েছে।
পুনরায় স্বশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা
প্রায় দুই বছরে টানা তিনটি সেমিস্টার অনলাইনের সম্পন্ন করার পর ১৮ ডিসেম্বর থেকে স্ব-শরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়। এতে সকল বিভাগের শিক্ষার্থীরা স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত সফলভাবে পরীক্ষা সম্পন্ন হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর