০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

নওগাঁয় ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

সারা দেশের মতো নওগাঁয়ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ৭ দফা দাবির বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় প্রাঙ্গণে শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে সওজের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের শ্রমিকরা অংশগ্রহণ করেন। এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাস্টাররোল ও সাময়িক নিয়োগে কাজ করা শ্রমিক-কর্মচারীরা নানা বৈষম্যের শিকার হচ্ছেন। তারা দ্রুত ৭ দফা দাবির বাস্তবায়ন দাবি জানান।

তাদের উত্থাপিত সাত দফা দাবিগুলো হলো

১. বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে কর্মচারীদের চাকরি রাজস্বকরণ।
২. মাস্টাররোল শ্রমিকদের সাময়িক শ্রমিক নীতিমালায় অন্তর্ভুক্তি বন্ধ।
৩. ২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত শ্রমিকদের ১ম যোগদানের তারিখ থেকে পেনশন নীতিমালা চূড়ান্ত করা।
৪. কর্মচারীদের পদোন্নতি ও বেতন কাঠামো সংস্কার।
৫. সকল অনিয়ম ও বৈষম্য নিরসনে স্থায়ী কমিটি গঠন।
৬. কর্মস্থলে নিরাপত্তা ও দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত করা।
৭. কর্মচারীদের কল্যাণ তহবিল বৃদ্ধি ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণ।

বক্তারা আরও বলেন, এসব ন্যায্য দাবি দ্রুত মেনে না নিলে তারা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ডিএস.

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে বিদেশি নাগরিকের উপর ছিনতাইকারীর বর্বর হামলা ,দুই ছিনতাইকারী আটক

নওগাঁয় ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত : ০৫:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

সারা দেশের মতো নওগাঁয়ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ৭ দফা দাবির বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় প্রাঙ্গণে শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে সওজের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের শ্রমিকরা অংশগ্রহণ করেন। এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাস্টাররোল ও সাময়িক নিয়োগে কাজ করা শ্রমিক-কর্মচারীরা নানা বৈষম্যের শিকার হচ্ছেন। তারা দ্রুত ৭ দফা দাবির বাস্তবায়ন দাবি জানান।

তাদের উত্থাপিত সাত দফা দাবিগুলো হলো

১. বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে কর্মচারীদের চাকরি রাজস্বকরণ।
২. মাস্টাররোল শ্রমিকদের সাময়িক শ্রমিক নীতিমালায় অন্তর্ভুক্তি বন্ধ।
৩. ২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত শ্রমিকদের ১ম যোগদানের তারিখ থেকে পেনশন নীতিমালা চূড়ান্ত করা।
৪. কর্মচারীদের পদোন্নতি ও বেতন কাঠামো সংস্কার।
৫. সকল অনিয়ম ও বৈষম্য নিরসনে স্থায়ী কমিটি গঠন।
৬. কর্মস্থলে নিরাপত্তা ও দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত করা।
৭. কর্মচারীদের কল্যাণ তহবিল বৃদ্ধি ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণ।

বক্তারা আরও বলেন, এসব ন্যায্য দাবি দ্রুত মেনে না নিলে তারা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ডিএস.