ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গত ডিসেম্বর মাসে ১০৯ জন অন্তঃসত্ত্বার নরমাল ডেলিভারি হয়েছে। নরমাল ডেলিভারিতে সন্তান প্রসবে উৎসাহিত করায় ১১ জন নার্সকে শুভেচ্ছা উপহার দিয়েছে হাসপাতালের গাইনি বিভাগ। রবিবার ২ জানুয়ারি দুপুর সাড়ে বার টার দিকে হাসপাতালের মিলনায়তন কক্ষে তাদের শুভেচ্ছা
উপহার প্রদান করা হয়।
গাইনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. ফৌজিয়া আখতারের নেতৃত্বে কয়েক জন নারী চিকিৎসকের একটি দলের তত্ত্বাবধানে হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্সের মধ্যে যাঁরা অভিজ্ঞ, তাঁরা স্বাভবিক প্রক্রিয়ায় সন্তান প্রসবের কাজটি করে থাকেন।
তবে ডিসেম্বর মাসে স্বাভাবিক প্রসব করানোর ক্ষেত্রে সবোচ্চ সংখ্যা রেকর্ড প্রতিবারের মতো এইবার ও ১১ জন নার্সকে উপহার প্রদান করা হয়।
হাসপাতালের গাইনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা.ফৌজিয়া আখতার বলেন-হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসবের এটি ই সর্বোচ্চ সংখ্যা।এর আগে এতো বেশি হয়নি গেলো ডিসেম্বর মাসে তার সর্বোচ্চ রেকর্ড। করোনাকালীন সময়ে গর্ভবতী মহিলাদের বাসার মধ্যে নরমাল সন্তান প্রসবের হার টা বেশি ছিল কারণ তখন হাসপাতালে ঝুঁকি ছিল বেশি।করোনার প্রকোপ এখন কমে যাওয়ায় আমরা হাসপাতালে ইনডোর আউটডোরে রোগীদের সর্বোচ্চ সেবা দিচ্ছি।আমরা কয়েকজন চিকিৎসকের একটি দল সমপরিমাণে এই কাজ করে যাচ্ছি। সবাই সচেতন হলে নরমাল ডেলিভারিতে সন্তান প্রসবের সংখ্যা আরও অনেক বাড়বে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই কাজ গুলো করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি,রোগীদের সেবায় আমাদের এই কাজ সব সময় অব্যাহত থাকবে এবং নার্সদেরও উৎসাহিত করার জন্য তাদের জন্য সব সময় ই একটা সম্মাননার ব্যবস্থা থাকবে।
পরে হাসপাতালের মিলনায়তন কক্ষে ১১ জন নার্সের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ওয়াহীদুজ্জামান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হিমেল খান, ডা. রানা নরুস সামস, ডা.আক্তার হোসেন,ফাইজুর রহমান ফয়েজ, ডা. তৌহিদ আহমেদ চৌধুরী ,ডা.খোকন দেবনাথ,ডা.আইরিন হক, ডা.শারমিন হক (দীপ্তি),ডা.জিনান রেজা, ডা.শারমিন সুলতানা সহ আরো অনেকে।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















