মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পিতা আলহাজ্ব এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া সমিতি, চট্টগ্রামের উদ্যোগে আজ ( ৪ ফেব্রুয়ারী) শুক্রবার বিকালে রাঙ্গুনিয়া পৌরসভার পৌর ভবনের আলহাজ্ব এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটরিয়ামে স্মরণ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, তিনি বলেন, কর্মগুনে এডভোকেট নুরুচ্ছফা তালুকদার সর্ব গ্রহনযোগ্য ব্যক্তি হিসাবে অমর হয়েছেন। এই কৃতিমান ব্যক্তি সমাজের আলোকিত মশাল। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। এডভোকেট সাহেবের আদর্শের সেই আলোকে ধারন করে এগিয়ে গেলে বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ বাস্তবায়িত হবে।এতে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন প্রফেসর সেকান্দর হোসেন চৌধুরী,
রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, প্রয়াতের পুত্র এন এন কে ফাউন্ডেশনের চেয়ারম্যান, শিক্ষানুরাগী খালেদ মাহমুদ, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, আবদুর রাজ্জাক পোমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জহির আহমেদ চৌধুরী, স্বরণসভা আয়োজক কমিটির আহবায়ক সিএসকে সিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল আবু ইউসুফ প্রমুখ।রাঙ্গুনিয়া সমিতি, চট্টগ্রামের আহ্বায়ক নুরুল আনোয়ারের সভাপতিত্বে এই সভায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নুরুচ্ছফা তালুকদার একজন প্রকৃত সমাজ ও জনসেবক ছিলেন। তিনি যেমন তার পেশাদারিত্ব দিয়ে মানুষের সেবা করেছেন তেমনি পেশার বাইরেও মানুষ ও সমাজের সেবা করেছেন, আওয়ামী লীগের নেতা কর্মিদের মামলা মোকদ্দমায় রাজনৈতিক সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তাও করতেন। শৈশবে নুরুচ্ছফা তালুকদার তার পিতাকে হারান। কিন্তু তার সংগ্রামী জীবন তার অগ্রযাত্রাকে থামাতে পারেনি। তার সংগ্রাম, সততা, বিনয় ও নিষ্ঠার অনন্য একটি উদাহরণ আজকে তার সন্তানরা। যারা দেশপ্রেম নিয়ে দেশের জন্য কাজ করছেন।তারা বলেন, জীবনের নানা চড়াই উৎরাই অতিক্রম করেও তিনি মুক্তিযুদ্ধে সংগঠনে কাজ করেন। তার কর্মই তাকে অমর করবে। যে কারণে তিনি একজন মৃত্যঞ্জয়ী মানব।স্মরণসভায় নুরুচ্ছফা তালুকদারকে সম্মান ও স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
কর্মগুনে নুরুচ্ছফা তালুকদার সর্ব গ্রহনযোগ্য ব্যক্তি হিসাবে অমর হয়েছেন-চসিক মেয়র
-
নাছির উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম ঃ - প্রকাশিত : ০৭:১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- 58
ট্যাগ :
জনপ্রিয়






















