প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য নাম সুপারিশ করতে গঠিত সার্চ কমিটির প্রথম সভা শুরু হয়েছে। রোববার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এ সভা শুরু হয়।
সভায় উপস্থিত আছেন সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
গতকাল শনিবার ছয় সদস্যের এই সার্চ কমিটি গঠন করেন প্রেসিডেন্ট। শনিবারই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি হয়। কমিটির সাচিবিক দায়িত্ব পালন করছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























