০১:৪০ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

১৯ ফেব্রুয়ারি প্রচারিত হবে ‘আধাখানা চাঁদ’

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৭:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • 110

বেশকিছু নাটকের সফল পরিচালক এস কে শুভ নির্মাণ করেছেন নতুন আরো একটি একক নাটক ‘আধাখানা চাঁদ’। রচনা অয়ন চৌধুরী। নাটকটি পরিচালনা করেছেন পরিচালক এস কে শুভ।

নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু, তামিম খন্দকার ও প্রীতি চৌধুরীসহ অনেকে।

সম্প্রতি ঢাকায় বিভিন্ন লোকেশনে নাটিকটির শুটিং হয়েছে। ১৯ ফেব্রুয়ারি, রাত ৯.৩০ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচার হওয়ার কথা রয়েছে।

আধাখানা চাঁদ’ নিয়ে পরিচালক এস কে শুভ বলেন, আধাখানা চাঁদ’ বাবা-মেয়ের সম্পর্কের গল্প। অনেকের কাছে নাকটটি একটু অন্যরকম মনে হবে কিন্তু ভাল লাগবে।

এস কে শুভ নাটক নিয়ে আরো বলেন, আমার পরিচালনায় নতুন আরো একটি একক নাটক নিয়ে শুটিয়ে যাচ্ছি, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি। নাটকের নাম ‘টাইম লেস টাইম’।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

১৯ ফেব্রুয়ারি প্রচারিত হবে ‘আধাখানা চাঁদ’

প্রকাশিত : ০৭:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২

বেশকিছু নাটকের সফল পরিচালক এস কে শুভ নির্মাণ করেছেন নতুন আরো একটি একক নাটক ‘আধাখানা চাঁদ’। রচনা অয়ন চৌধুরী। নাটকটি পরিচালনা করেছেন পরিচালক এস কে শুভ।

নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু, তামিম খন্দকার ও প্রীতি চৌধুরীসহ অনেকে।

সম্প্রতি ঢাকায় বিভিন্ন লোকেশনে নাটিকটির শুটিং হয়েছে। ১৯ ফেব্রুয়ারি, রাত ৯.৩০ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচার হওয়ার কথা রয়েছে।

আধাখানা চাঁদ’ নিয়ে পরিচালক এস কে শুভ বলেন, আধাখানা চাঁদ’ বাবা-মেয়ের সম্পর্কের গল্প। অনেকের কাছে নাকটটি একটু অন্যরকম মনে হবে কিন্তু ভাল লাগবে।

এস কে শুভ নাটক নিয়ে আরো বলেন, আমার পরিচালনায় নতুন আরো একটি একক নাটক নিয়ে শুটিয়ে যাচ্ছি, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি। নাটকের নাম ‘টাইম লেস টাইম’।

বিজনেস বাংলাদেশ/বিএইচ