দাঁড়াতে না দাঁড়াতে আবারও পতন দেশের শেয়ারবাজারে। মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকা পরিমাণে লেনদেনও আগের দিন থেকে কমেছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে ৫ হাজার ৭৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৪ ও ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৫০ ও ২১৬৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৩৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯১টির বা ২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২১৮টির বা ৬৫ শতাংশের এবং শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে ২৭টির বা ৮ শতাংশের।
এদিন ডিএসইর লেনদেনও আগের দিন থেকে ৪৪ কোটি টাকা কমেছে। আজ লেনদেন হয়েছে ৫৫৫ কোটি ২২ লাখ টাকার। আগের দিন লেনদেন হয়েছিল ৫৯৯ কোটি টাকার।
আজ সিএসইর সব সূচক কমেছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৩৬পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১৪, সিএসই-৩০ সূচক ১০২, সিএসসিএক্স ৮৮ এবং সিএসআই ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৫০, ১৬৩৭৯, ১০৭৮০ ও ১২০২ পয়েন্টে।
সিএসইতে আজ লেনদেনে অংশ নিয়েছে ২৩৫টি প্রতিষ্ঠান। এদের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭২৪টির, শেয়ার ও ইউনিট দর কমেছে ১৪৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।
এদিন সিএসইতে লেনদেন আগের দিন থেকে ৫৭ কোটি টাকা কমেছে। আজ সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৮৮ লাখ টাকার। আগের দিন লেনদেন হয়েছিল ৮৬ কোটি টাকার।

























