শেরপুর জোলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার হাতির আবাসস্থলে মানুষের ঘর নির্মানের ফলে ফের হাতির তান্ডব শুরু হয়েছে। এতে গত ২০ দিনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
জানাগেছে, জেলার শ্রীবর্দী, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় রয়েছে প্রায় ৩৬ কিলোমিটার বনভুমি। এই বনভুমিতে বিচরণ করে থাকে ৭০ থেকে ৮০টি বন্য হাতি। হাতিগুলো ছোট ছোট দলে বিভক্ত হয়ে খাবারের সন্ধানে হামলা চালায় এই তিন উপজেলার গারো পাহাড়ের বাড়ি ঘড়, ধান ক্ষেত এবং বিভিন্ন ফলজ বাগানের উপর।
সম্প্রতি হাতির ওইসব আবাস বা বিচরণ ক্ষেত্রে বিভিন্ন স্থান থেকে আসা ভুমিহীন মানুষ রাতের আধারে বাড়ি ঘর নির্মান করছে। ফলে হাতির বিচরণ ক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতা শুরু হওয়ায় তারাও ওইসব ঘর-বাড়ির উপর হামলে পড়ছে। চলতি ফেব্রæয়ারী মাসের ২ থেকে ২৫ তারিখ পর্যন্ত প্রায় ৩০ সদস্যের এক দল হাতি নেমে আসে ঝিনাইগাতী সীমান্তের কাংশা ইউনিয়নের বড় গজনী, ছোট গজনী, দুধনই ও নওকোচী গ্রামে। ওই সব গ্রামের বিভিন্ন ঘর-বাড়িতে হামলা চালিয়ে ব্যপক ক্ষয়-ক্ষতি করে।
স্বদেশ এগ্রো লিমিটেডের ( তুলার প্রজেক্ট ) স্বত্বাধীকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল আমিন জানায়, ২০ লাখ টাকা খরচ করে আমি এই কাপাস তুলার প্রজেক্ট করেছি, হাতির আক্রমনে আজ আমার সব শেষ। আমি সরকারের সহযোগিতা চাই।
অন্যদিকে মালটা ও ড্রাগন বাগান মালিক ঝর্না বেগম জানায়, আমার স্বামী অসুস্থ্য আমি খুব কষ্ট করে ৩ একর জায়গায় মালটা ও ড্রাগন ফলের বাগান করেছিলাম। হাতি এসে আমার বাড়ি ঘড় এবং বাগান ধ্বংস করে দিয়েছে।
বন বিভাগ এবং এলাকাবাসীর তথ্যমতে, ফেব্রæয়ারীর ২ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত এই ২০ দিনে ১০টি বাড়ী, ১টি মন্দির, ১টি পাহাড়া চৌকি, ৩ একর জমির মালটা ও ড্রাগন ফলের বাগান এবং ৫ একর জমির তুলার প্রজেক্টে তান্ডব চালিয়েছে হাতির ওই দলটি।
শেরপুর জেলা বন্যপ্রানী সংরক্ষন অফিস জানায়, গাড়ো পাহাড়ের গভীর অরণ্যে খাবার না থাকায় লোকালয়ে নেমে আসে হাতি এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের মানুষ।
রাংটিয়া রেজ্ঞের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থ্য কৃষি প্রকল্পের মালিকদের কাছ থেকে আবেদন পেলে তাদেরকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপুরন দেয়া হবে।
ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা মো: রুহুল আমীন জানায়, হাতির আক্রমন ঠেকাতে সোলার ফ্যান্সিং এর টেন্ডার হয়েছে এবং অল্প কয়েকদিনের মধ্যে কার্যাদেশ দেওয়া হবে এবং হাতির জন্য অভয়ারন্যের ঘোষনাও দেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
গারো পাহাড়ে হাতির আবাসস্থলে মানুষের ঘর নির্মাণ .হাতির তান্ডবে ভাঙচুর
-
শেরপুর প্রতিনিধি : - প্রকাশিত : ০৩:৫৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- 74
ট্যাগ :
জনপ্রিয়






















