ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই গ্রামের মৃত দেলোয়ার মিয়ার ছেলে সোহানের কাঁধে এখন পুরো পরিবারের দায়িত্ব।
পরিবারের একমাত্র ভরসা ছিল সোহানের বাবা। প্রতিদিন অটোরিকশা চালিয়ে যে টাকা রুজি করতেন তা দিয়ে চলত তাদের সংসার। স্বপ্ন ছিল ছেলেরা লেখাপড়া করে একদিন অনেক বড় হবে। কিন্তু ভাগ্যের কি পরিহাস সোহানের বাবা কিছু দিন পূর্বে মারা যান।কে চালাবে এখন এ সংসার? পরিবারের সবার কথা চিন্তা করে ১২ বছর বয়সে নিজেই বাবার রেখে যাওয়া অটোরিকশাটি চালিয়ে সংসার চালাচ্ছে সোহান।
যে বয়সে সোহান লেখাপড়া করার কথা ছিল, সে বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিন অটোরিকশা চালিয়ে যে টাকা উপার্জন করে তাই দিয়ে কোনোরকমে চলছে তাদের সংসার।
সোহানের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা গরিব মানুষ, আমার স্বামী অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। আনন্দে কাটছিল দিন। আমার স্বামী মারা যাওয়ার পর আরও অসহায় হয়ে পড়ি। বাবাহারা সোহান পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে বাবার রেখে যাওয়া অটোরিকশা চালিয়ে সংসার চালাচ্ছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















