বাংলাদেশের অন্যতম সেরা মেডিক্যাল ভ্যালু ট্রাভেল প্রতিষ্ঠান মেডিএইডার লিঃ ব্যাংগালরের সাইটকেয়ার ক্যান্সার হাসপাতাল থেকে পেল বেষ্ট পার্টনার এওয়ার্ড। সম্প্রতি ঢাকায় সাইটকেয়ার ক্যান্সার হাসপাতালের প্রধান নির্বাহী সুরেশ রামু মেডিএইডারের সহ-প্রতিষ্ঠাতা শাব্বির আহমদ তামীমের হাতে এওয়ার্ডটি তুলে দেন। মেডিএইডার ৬ টি দেশে ১৫০টি হাসপাতালের সাথে কাজ করছে। বিগত ৩ বছরে প্রায় এক হাজার রুগি মেডিএইডারের মাধ্যমে চিকিৎসা সেবা নিয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























