০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

গাজীপুরে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে সংঘর্ষে নিহত ৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এক নারীকে নিয়ে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গাজীপুরের কাপাসিয়ায় দুই পরিবারে মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই ইউনিয়নের দক্ষিণগাঁও গ্রামের মৃত আলম হোসেনের ছেলে নাঈম (১৮), আলম মিয়ার ছেলে ফারুক (২৬) ও হিরণ মিয়ার ছেলে রবিন (১৫)।

স্থানীয় সূত্র জানায়, এক নারীকে নিয়ে ফেসবুকে ব্যাঙ্গাত্মক একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাঈম, ফারুক ও রবিন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পাশের নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে নাঈম ও ফারুককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম নাসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

গাজীপুরে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ০৪:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২

সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এক নারীকে নিয়ে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গাজীপুরের কাপাসিয়ায় দুই পরিবারে মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই ইউনিয়নের দক্ষিণগাঁও গ্রামের মৃত আলম হোসেনের ছেলে নাঈম (১৮), আলম মিয়ার ছেলে ফারুক (২৬) ও হিরণ মিয়ার ছেলে রবিন (১৫)।

স্থানীয় সূত্র জানায়, এক নারীকে নিয়ে ফেসবুকে ব্যাঙ্গাত্মক একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাঈম, ফারুক ও রবিন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পাশের নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে নাঈম ও ফারুককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম নাসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর