আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও স¤প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতিটি এলাকায় অসংখ্য মানুষকে খাদ্য, শিক্ষা, বাসস্থান, বয়স্কভাতাসহ বহুমূখী সহযোগীতা করলেও অধিকাংশ উপকারভোগী জানেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কার্যক্রম চালাচ্ছেন। তাই উপকারভোগীদের নিয়ে সভা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব জনবান্ধব কার্যক্রমের বিষয় অবহিত করতে হবে। তিনি আরো বলেন আসন্ন রমজান মাসের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মওজুত রয়েছে
দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে মনিটরিং করতে দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব দেশের দ্রব্যমূল্যের উপর তেমন পড়েনি। যুদ্ধের আগেই দেশের চাহিদা মতো দ্রব্য মজুদ করা হয়েছে। কিন্তু রমজান মাস সামনে রেখে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে অসাধু চক্র দ্রব্যমূল্য বাড়িয়ে দিতে চাইবে। তারা কৃত্রিম সংকটও সৃষ্টি করতে চাইবে। কিন্তু কোনোভাবেই তা হতে দেয়া যাবে না। একটি চক্র পণ্য মওজুত করে বিশৃংখলা সৃষ্টি করার চেষ্টা করবে। তাই মনিটরিং এর মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে। মজুদদারদের কেউ যদি দলের নেতাও হয় তাদেরও ছাড় দেয়া যাবে না। দলের নাম বিক্রি করলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।
তিনি প্রধানমন্ত্রী বলেই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাড়িয়েছে। বেগম খালেদা জিয়া করেছেন দূর্নীতি আর শেখ হাসিনা করছেন উন্নয়ন। এটিই শেখ হাসিনা ও খালেদার মধ্যে পার্থক্য। তিনি ১৩ মার্চ রবিবার সকালে হিলডাউন সার্কিট হাউজে এক অনির্ধারিত সভায় এ কথা বলেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















