১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

তানজিনার মিউজিক ভিডিও ‘জ্যোৎস্না রাইতে’

পহেলা বৈশাখকে সামনে রেখে ইউটিউবে মুক্তি পেয়েছে কন্ঠশিল্পী তানজিনা আহমেদ মিতার মিউজিক ভিডিও জ্যোৎস্না রাইতে। জাহাঙ্গীর রানার কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন কন্যারেখ্যাত শান।

30226455_10216109532199327_9080528498400952320_n

লতা আচারিয়ার পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন একে আজাদ এবং ইভানা। চমৎকার লোকেশন আর গল্পের কারনে মিউজিক ভিডিওটি দর্শকদের ছুঁয়ে যাবে বলেই মানছে গানটির প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিক বক্স।

29793049_10216109531719315_5517142949231591424_n

উল্লেখ্য এই গানটির মাধ্যমেই প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে মিউজিক বক্স। নতুন ভিডিও প্রসঙ্গে গানটির কন্ঠশিল্পী তানজিনা আহমেদ মিতা বলেন, ‘এখন যুগ পাল্টেছে। দর্শক গান শোনার পাশাপাশি দেখতেও চায়।

30415114_10216109531839318_3733689085584211968_n

সে কারনেই ভিডিওর প্রকাশ। আশা করছি শ্রোতাদের মন্দ লাগবে না।’ মিউজিক বক্স সূত্রে জানা গেছে কন্ঠশিল্পী শান এর সিঙ্গেল ট্র্যাকসহ আরো একাধিক বড় গান নিয়ে হাজির হচ্ছেন তারা।

ভিডিও:

 

 

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

তানজিনার মিউজিক ভিডিও ‘জ্যোৎস্না রাইতে’

প্রকাশিত : ০৯:৩০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮

পহেলা বৈশাখকে সামনে রেখে ইউটিউবে মুক্তি পেয়েছে কন্ঠশিল্পী তানজিনা আহমেদ মিতার মিউজিক ভিডিও জ্যোৎস্না রাইতে। জাহাঙ্গীর রানার কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন কন্যারেখ্যাত শান।

30226455_10216109532199327_9080528498400952320_n

লতা আচারিয়ার পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন একে আজাদ এবং ইভানা। চমৎকার লোকেশন আর গল্পের কারনে মিউজিক ভিডিওটি দর্শকদের ছুঁয়ে যাবে বলেই মানছে গানটির প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিক বক্স।

29793049_10216109531719315_5517142949231591424_n

উল্লেখ্য এই গানটির মাধ্যমেই প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে মিউজিক বক্স। নতুন ভিডিও প্রসঙ্গে গানটির কন্ঠশিল্পী তানজিনা আহমেদ মিতা বলেন, ‘এখন যুগ পাল্টেছে। দর্শক গান শোনার পাশাপাশি দেখতেও চায়।

30415114_10216109531839318_3733689085584211968_n

সে কারনেই ভিডিওর প্রকাশ। আশা করছি শ্রোতাদের মন্দ লাগবে না।’ মিউজিক বক্স সূত্রে জানা গেছে কন্ঠশিল্পী শান এর সিঙ্গেল ট্র্যাকসহ আরো একাধিক বড় গান নিয়ে হাজির হচ্ছেন তারা।

ভিডিও: