০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

নিউমার্কেটে সংঘর্ষ : তদন্ত কমিটি করবে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় প্রকৃত সত্য উদঘাটনের জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুলশানে বিএনপি চেয়ারপরসনের কার্যালয়ে শনিবার (২৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান দলটির মহাসচিব।

বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি নিয়ে তিনি বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা আমরা বলি না। কারণ, বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হেলমেটধারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার ও ২৪ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার নাম উল্লেখ করে প্রায় ১২শ’ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা এহেন মিথ্যা মামলা দায়েরের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি।

বিএনপি অবিলম্বে মকবুল হোসেনের মুক্তি ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে। দলের সিদ্ধান্তের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, মকবুল হোসেনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ২৬ এপ্রিল ঢাকাসহ সব মহানগরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

তুষারঝড়-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু

নিউমার্কেটে সংঘর্ষ : তদন্ত কমিটি করবে বিএনপি

প্রকাশিত : ০৪:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২

বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় প্রকৃত সত্য উদঘাটনের জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুলশানে বিএনপি চেয়ারপরসনের কার্যালয়ে শনিবার (২৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান দলটির মহাসচিব।

বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি নিয়ে তিনি বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা আমরা বলি না। কারণ, বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হেলমেটধারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার ও ২৪ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার নাম উল্লেখ করে প্রায় ১২শ’ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা এহেন মিথ্যা মামলা দায়েরের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি।

বিএনপি অবিলম্বে মকবুল হোসেনের মুক্তি ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে। দলের সিদ্ধান্তের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, মকবুল হোসেনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ২৬ এপ্রিল ঢাকাসহ সব মহানগরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ