১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

৩ জুন মুক্তি পাচ্ছে ‘ভাইয়ারে’

আগামী ৩ জুন মুক্তি পাচ্ছে নাটকের প্রিয় মুখ রাসেল মিয়া অভিনীত ‘ভাইয়ারে’ সিনেমা। বিকেলে ক্ষুদে বার্তায় বিজনেস বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন রাসেল মিয়া নিজেই। ক্ষুদে বার্তায় রাসেল মিয়া সিনেমার একটি পোস্টার দিয়ে সেখানে লিখেছেন ৩ জুন শুভ মুক্তি ‘ভাইয়ারে’।

‘ভাইয়ারে’ সিনেমাটি পরিচালনা করেছেন বেশ কিছু সিনেমার সফল পরিচালক রকিবুল আলম রকিব। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দেয়। সেন্সরে বোর্ডে ছবিটি প্রদর্শনীর পর সবাই এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন ।

‘ভাইয়ারে’ নিয়ে রাসেল মিয়া বলেন, ‘আমার চ্যালেঞ্জ ‘ভাইয়ারে’ দেখে দর্শক যদি না কাঁদে আমি আর সিনেমার করবো না। আশা করি আমাকে যারা ভালো বাসেন তারা সিনেমাটি দেখবে।’

রাসেল মিয়া ছাড়াও ভাইয়ারে সিনেমায় অভিনয় করেছেন এ্যালিনা শাম্মি,সাখাওয়াত সাগর, যারা, সিমান্ত আহমেদ, বর্দা মিঠু, শবনম পারভিন,পীরজাদা হারুন, সুজন রাজাসহ আর-ও অনেকে।

‘ভাইয়ারে’ সিনেমাটির কাহিনি সংলাপ গীত ও চিত্রনাট্য করেছেন আহমেদ ইউসুফ সাবের। এ সিনেমা আবহ সংগীত করেছেন আশিকুজ্জামান অপু। এতে গান থাকছে তিনটি। যার সংগীত পরিচালনা করেন প্লাবন কোরাশী।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩ জুন মুক্তি পাচ্ছে ‘ভাইয়ারে’

প্রকাশিত : ০৬:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

আগামী ৩ জুন মুক্তি পাচ্ছে নাটকের প্রিয় মুখ রাসেল মিয়া অভিনীত ‘ভাইয়ারে’ সিনেমা। বিকেলে ক্ষুদে বার্তায় বিজনেস বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন রাসেল মিয়া নিজেই। ক্ষুদে বার্তায় রাসেল মিয়া সিনেমার একটি পোস্টার দিয়ে সেখানে লিখেছেন ৩ জুন শুভ মুক্তি ‘ভাইয়ারে’।

‘ভাইয়ারে’ সিনেমাটি পরিচালনা করেছেন বেশ কিছু সিনেমার সফল পরিচালক রকিবুল আলম রকিব। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দেয়। সেন্সরে বোর্ডে ছবিটি প্রদর্শনীর পর সবাই এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন ।

‘ভাইয়ারে’ নিয়ে রাসেল মিয়া বলেন, ‘আমার চ্যালেঞ্জ ‘ভাইয়ারে’ দেখে দর্শক যদি না কাঁদে আমি আর সিনেমার করবো না। আশা করি আমাকে যারা ভালো বাসেন তারা সিনেমাটি দেখবে।’

রাসেল মিয়া ছাড়াও ভাইয়ারে সিনেমায় অভিনয় করেছেন এ্যালিনা শাম্মি,সাখাওয়াত সাগর, যারা, সিমান্ত আহমেদ, বর্দা মিঠু, শবনম পারভিন,পীরজাদা হারুন, সুজন রাজাসহ আর-ও অনেকে।

‘ভাইয়ারে’ সিনেমাটির কাহিনি সংলাপ গীত ও চিত্রনাট্য করেছেন আহমেদ ইউসুফ সাবের। এ সিনেমা আবহ সংগীত করেছেন আশিকুজ্জামান অপু। এতে গান থাকছে তিনটি। যার সংগীত পরিচালনা করেন প্লাবন কোরাশী।

বিজনেস বাংলাদেশ/বিএইচ